হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়...
বাজেট-৩৫০০০-৪৫০০০ টাকা।
মনিটর-১৪.১ ইঞ্চির বেশী হবেনা
হার্ডডিস্ক-৩২০ জিবির মত হলেই চলবে। ৫০০ জিবিও চলবে।
ডিভিডি রাইটার যেন থাকে।
অবশ্যই ওইন্ডোজ এক্সপি চলতে হবে।
ব্যাটারী ব্যাকাপ-৬ ঘন্টা হলে ভাল। তবে দামে না মিললে ৩-৪ ঘন্টা হলেও চলবে।
ওয়াইড স্ক্রীণ বা স্কয়ার মনিটর স্ক্রীণ দুটোই চলবে তবে একটু পাশ থেকে বা এঙ্গেল থেকে দেখলে যেন বাজে না দেখায়। (অনেকগুলা আছে না? নেগেটিভ প্রিন্টের মত দেখা যায়? ওগুলা চলবে না। )
কোন ব্র্যান্ড ভাল হবে?
ওয়ার্যান্টির ব্যাপার স্যাপার?
মডেল কোনটা ভাল হবে?
অফটপিক-ল্যাপটপের মেইন্টেনেন্সের উপরে কয়েকজন ব্লগারের কিছু পোস্ট ছিল।
লিঙ্কগুলা খুঁজে পাচ্ছি না। একটু দেয়া গেলে উপকৃত হব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।