থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
আপনারা কি কেউ বলতে পারেন গ্রামীন-ডানোন-এর 'পুষ্টি দই' এর দাম কত? সেটা খেতে পারে মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের সন্তানরা। অথচ সেই দই তো খাবার কথা গ্রামীন-এর ঋণ গ্রহীতাদের সন্তানদের। ইউনুস সাহেব তা করতে পারেন নাই। তিনি ফেইল করেছেন এইখানে।
এইটা তার নতুন উদ্যোগের ফসল, তথাকথিত 'সামাজিক ব্যবসা'।
আর এখন ভালো সমস্যায় পড়েছেন আন্তর্জাতিক সুদের কারবারী ইউনুস সাহেব। তিনি তার ভুল প্রচারিত ব্যাংকটি নিয়েও সমস্যায় আছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানলে তিনি আরো দশ বছর আগেই ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে বিদায় নিতেন। কিন্তু মোবাইল ফোন, সুদের ব্যবসা, বিদেশীদের সাথে দহরম-মহরম ইত্যাদিকে পুঁজি করে, আর গরীবের রক্ত চুষে খেয়ে তিনি বাংলাদেশের সব আইনকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
এমন কি তিনি গেল ২০০৭ এর জানুয়ারী মাসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পর্যন্ত যাচ্ছিলেন! ভাগ্যভাল, তিনি সেই পদ নিতে পারেন নাই।
এখন সুদী-কারবারের দুর্দশা দেখে তিনি ব্যবসা বদলাতে যাচ্ছেন। সুদের কারবারে যে লাভ তোলার তা তিনি তুলে নিয়েছেন। সবাইকে দেখিয়ে দিয়েছেন, দারিদ্র নিয়ে ব্যবসা করার মত ভাল ব্যবসা আর নাই।
এখন তার আগামী ব্যবসা হচ্ছে উপরে বর্ণিত 'সামাজিক ব্যবসা'।
এই কথা বলে তিনি ইউরোপের প্রায় সব শহর মাতিয়ে বেড়াচ্ছেন। আমি ঠিক জানি না এই ব্যবসা করে তিনি ঠিক কি ধান্ধা করতে যাচ্ছেন আগামীতে?
আরো জানতে পড়ুনঃ Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।