আমাদের কথা খুঁজে নিন

   

"অস্ট্রেলিয়ায় পড়তে হলে" - একখানা প্রথম আলু রিপোর্ট!



এক গাধায় কইলো অস্ট্রেলিয়ায় পড়তে নাকি IELTS বাধ্যতামূলোক নয়!!!! মাইরালা...আম্রেও কেউ মাইরালা!!!! এই গরুগুলানরেও নৌকায় তুইলা দেওন উচিত! ভাইসা ভাইসা অস্ট্রেলিয়ায় আসুক!!!! রিপোর্টটি নিচে হুবহু তুলে দেওয়া হল। "আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়তে যাওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া বর্তমানে তৃতীয় জনপ্রিয়তম দেশ। নিরাপদ শহর, তুলনামূলক কম খরচ ও মানসম্মত শিক্ষার কারণে পড়াশোনা করতে যাওয়ার গন্তব্য হিসেবে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে এই দেশটি। অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার ব্যাপারকে শিক্ষার্থীদের সামনে আরও সহজ করে তুলে ধরার জন্যই সম্প্রতি প্যাক এশিয়ার আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে ২০১৩’। ১৪ সেপ্টেম্বর ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে দিনব্যাপী চলে এই কার্যক্রম।

অস্ট্রেলিয়ার পাঁচটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এখানে সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া, ভর্তির বিভিন্ন তথ্য, টিউশন ফি, স্কলারশিপ, ভর্তির যোগ্যতার মাপকাঠিসহ আরও নানা তথ্য জানার সুযোগ ছিল এ কার্যক্রমে। এ আয়োজন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদনের ব্যবস্থা ছিল। প্রায় ৩০০ শিক্ষার্থী সরাসরি এ দিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ের সাতটিই অস্ট্রেলিয়ায়।

এ দেশের মোট ৪১টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৩৮টিই সরকারি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, নার্সিং, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। শিক্ষামেলায় আসা বুয়েটের তড়িৎকৌশল বিভাগের স্নাতক তানভীর হোসেন জানান, ‘নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি স্নাতকোত্তর পড়তে আগ্রহী। অস্ট্রেলিয়ায় এ বিষয়ে পড়ার কেমন সুবিধা রয়েছে তা জানতেই এখানে আসা। ’ ঢাকা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষে পড়ুয়া মুমতাহিনা আঁখি বলেন, ‘নার্সিং ও গণস্বাস্থ্য নিয়ে পড়ার বিষয়টি অস্ট্রেলিয়ায় বেশ ভালো।

তাই এ বিষয়ে স্কলারশিপ ও অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজ নিতে এখানে এসেছি। ’ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী আতিক উল্লাহ জানান, ‘অস্ট্রেলিয়ায় পড়ার জন্য সাধারণত আইইএলটিএস বাধ্যতামূলক নয়। (পয়েন্ট টু বি নোটেড) আর আমার ভবিষ্যতে শরীরবিদ্যা নিয়ে পড়ার ইচ্ছা। অস্ট্রেলিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং ২০০-এর ভেতরে। তাই সবকিছুর ব্যাপারে খোঁজখবর নিতেই এখানে আসা।

’"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।