আমাদের কথা খুঁজে নিন

   

জাগো বাংলাদেশ: প্রজন্ম গণজাগরণ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ায়

!! এ শিকল ছিড়ব আমি কেমন করে!! একটি প্রত্যাশা যখন গণ-জোয়ারে পরিণত হলো, তখন প্রাপ্তিটা পর্যাপ্ত হবে তা বলা যায়না। অতীত ইতিহাস পর্যালোচনা করে দেখলে শিহরিত হতে হবে। বিনা বাঁধায় কোন সংগ্রাম সফল হয়নি। অধিকার আদায়ের সংগ্রাম অর্জিত হয়েছে জীবনের দামে। শুধু রাজপথে আন্দোলনের মাধ্যমে কোন বৃহত্তর অধিকার অর্জিত হয়েছে বলে দেখেনি।

প্রজন্ম গণজাগরণের এই যে প্রত্যাশা এই প্রত্যাশা খুব সহজে অর্জিত হবে বলে মনে হয়না। “আজ ফাঁসির দাবী নিয়ে এসেছি” কথাটা যতটা সহজ এর অর্জন ঠিক ততটা কঠিন। এক সময় দেখা যাবে সরকার আর বিরোধীরা এক হয়ে গেছে। সাধারণ জনগণের উপর তাঁর হিংস্র বাহিনী লেলিয়ে দিয়েছে। সরকারী দল আর বিরোধী দল বলতে কিছু থাকবেনা।

অতীতের মত আবার ভাবী ননদের সখ্যতা গড়ে উঠবে। চায়ের টেবিলে ভাবী ননদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার দরদাম চলবে। আর আমরা জনগণ আবারও বঞ্চিত হব এই গণজাগরণের অধিকার আদায়ের সফলতা থেকে। এমনই আশংকা বারবার মনের মাঝে দোলা দিতে থাকে। কিন্তু না তা হবার নয়, এ প্রজন্ম ভাবী-ননদের অভিনয় দেখেছে।

অনেক আগেই নিজেদের স্বার্থের পাশা খেলার দৌড়ঝাঁপ দৃশ্য দেখেছে। এখন আর সেই যাদু মন্ত্রে আচ্ছন্ন হবে বলে মনে হয়না। তাই তো শাহবাগের প্রজন্ম চত্বর থেকে সেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। আমার সোনার বাংলাদেশ রাজাকারের বাস শেষ এসেছি নিয়ে কসাইদের ফাঁসির দাবী আয় ছুটে আয় হে নবীন হে প্রবীণ প্রজন্ম চত্বরে কে কে তোঁরা যাবি প্রজন্ম চত্বর ছেড়ে, এ আগুন ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায় দেখ বীর বাংলার দামাল ছেলেদের ঐ হুংকার শোনা যায় প্রাণের দাবী উঠেছে জেগে হয়ে সব এক একাকার আলবদর আলশামস কসাই রাজাকার, নব্য রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, আমার বাংলা ছাড় শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে গতকাল সারা অস্ট্রেলিয়া জুড়ে ছিল প্রজন্ম নবজাগরণের সাথে সংহতি প্রকাশের দিন। সিডনি, মেলবোর্ন, ব্রিজবেন, পার্থ, গোল্ড-কোস্ট-এ প্রায় সকল বাংলাদেশী মিলিত হয়েছিল শাহবাগ গণজাগরণের সাথে একাত্মতা প্রকাশ করতে।

এই প্রজন্মের আহ্বান সুদূর অস্ট্রেলিয়াতে বসেও বাংলাদেশের প্রাণের দাবীর সাথে একই সুতোয় গেঁথেছে। তরুণ তরুণীদের মাঝে যে উচ্ছ্বাস আর জোয়ার দেখা গেছে তা অভিভূত না হয়ে পারা যায়না। যে গন-জোয়ার দেখিনি ৫২’তে, দেখেনি ৭১’এ, দেখার সৌভাগ্য হয়নি প্রজন্ম চত্বরে। কিন্তু তা দেখেছি সুদূর অস্ট্রেলিয়ার মাটিতে। আমি জানি শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন আর আমাদের সংহতি সমাবেশ এক নয়, কখনো হতে পারেনা।

তবুও শাহবাগে না যেতে পারার দুঃখ ভুলেছি, এখানেও দেখেছি প্রজন্মের হুংকার। হে ‘প্রজন্ম জাগরণ’ অনেক দূরে আছি তবু আমরা আছি তোমাদের সাথে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.