এখন নিষিদ্ধ ড্রাগ নিলে দুই বছরের জন্য নিষিদ্ধ করার বিধান রয়েছে। কিন্তু সম্প্রতি খ্যাতনামা অ্যাথলেটরা ডোপ পরীক্ষায় ধরা পড়ায় শাস্তির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নেয় আইএএএফ।
গত জুলাইয়ে ডোপ টেস্টে ধরা পড়ে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের টাইসন গে আর ১০০ মিটারে সাবেক বিশ্বরেকর্ডের মালিক জ্যামাইকার আসাফা পাওয়েল নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন।
এখন আইএএএফ চায় ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) যেন অন্য সব খেলাতেও চার বছরের নিষেধাজ্ঞার শাস্তি চালু করে।
গে আর পাওয়েল ছাড়াও সম্প্রতি ৩১ জন তার্কিশ অ্যাথলেটকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
জ্যামাইকার স্প্রিন্টার শ্যারোন সিম্পসন ও ডিসকাস থ্রোয়ার অ্যালিসন র্যানডলও ডোপ পরীক্ষা উৎরাতে ব্যর্থ হয়।
আইএএফ এর ভাইস প্রেসিডেন্ট সার্গেই বুবকা মনে করেন অ্যাথলেটিক্স থেকে ডোপিং চিরতরে দূর করতেই দীর্ঘ মেয়াদে নিষেধাজ্ঞা দরকার।
"এটাই এ যুদ্ধে সফল হওয়ার একমাত্র উপায়, আমাদের কঠোর হতে হবে, শক্ত থাকতে হবে। "
সাবেক অলিম্পিক পোলভল্ট চ্যাম্পিয়ন ও ছয়বারের বিশ্ব চ্যম্পিয়ন এই ইউক্রেনিয়ান বলেন, আমরা লড়াই করেই যাব। আমরা জানি যে, এটা কঠিন; কিন্তু দিনে দিনে আমরা শক্তিশালী হচ্ছি।
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেই যাব। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।