আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব অ্যাথলেটিক্সে ব্যর্থ বাংলাদেশের মেসবাহ

১০০ মিটার দৌড়ের হিটে অংশ নেওয়ার যোগ্যতাও অর্জন করেননি বাংলাদেশের দ্রুততম মানব। বাদ পড়েছেন হিটের আগের প্রিলিমিনারি রাউন্ড থেকেই।
শনিবার ১০০ মিটার দৌড়ে নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারেননি মেসবাহ। তিনি সময় নেন ১১ মিনিট ২৩ সেকেন্ড। গত বাংলাদেশ গেমসে ১০.৭৫ সেকেন্ডে দৌড়েছিলেন তিনি।

এই টাইমিং করলেও প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে হিটে যাওয়ার সুযোগ ছিল তার।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনেক অ্যাথলেট এ রাউন্ডে বাদ পড়লেও নিজেদের সেরা টাইমিংটা করেছেন। অথচ মেসবাহ সময় নিয়েছেন নিজের সেরা টাইমিংয়ের চেয়েও দশমিক ৪৮ সেকেন্ড বেশি।
তবে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথেলেটিক্স ফেডারেশনের (আইএএফ) ওয়েবসাইট অনুযায়ী মেসবাহ আহমেদের সেরা টাইমিং ১০.৯৯ সেকেন্ড। সে হিসেবেও নিজের সেরার চেয়ে ২৪ সেকেন্ড বেশি নিয়েছেন মেসবাহ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.