সোমবার শেষ হওয়া এই প্রতিযোগিতায় তিনটি সোনা, চারটি রুপা ও তিনটি ব্রোঞ্জ নিয়ে নড়াইল জেলা দ্বিতীয় এবং তিনটি সোনা নিয়ে কিশোরগঞ্জ জেলা তৃতীয় হয়েছে।
কিশোর বিভাগে টানা তৃতীয় বারের মতো ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছে বিকেএসপির আরিফুল ইসলাম অরেঞ্জ। কুড়িগ্রামের এই অ্যাথলেট জানায়, “কঠোর পরিশ্রমের সুফল পেয়েছি আমি। মামা নুরুন্নবী সরকারও আমাকে অনুপ্রাণিত করেছেন। বাংলাদেশ গেমসে অংশ নেয়ার খুবই ইচ্ছা ছিল।
কিন্তু চোটের কারণে অংশ নিতে পারিনি। এখন আমার লক্ষ্য জাতীয় পর্যায় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া। ”
কিশোরী বিভাগে টানা দ্বিতীয় বার ১০০ মিটার দৌড়ে সোনা জেতা বিকেএসপির আইরিন আক্তার বলে, “আমার লক্ষ্য এসএ গেমসে সোনা জয়। জানি কাজটা সহজ হবে না। সেজন্য অনেক পরিশ্রম করতে হবে।
আমি সব সময় বিউটি আপুকে (নাজমুন্নাহার বিউটি) অনুসরণ করি। তার সঙ্গে একবার দৌড়াতে চাই। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।