আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাথলেটিক্সে উজ্জ্বল-আয়েশার কৃতিত্ব

রোববার প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে ১১.১২ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলা উজ্জ্বল কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। তিনি বলেন, “এর আগে কলেজ, জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য পেলেও জাতীয় পর্যায়ে এটাই আমার প্রথম সাফল্য। আমি ভবিষ্যতে বাংলাদেশের সেরা অ্যাথলেট হতে চাই, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাই।” ১২.৬০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হওয়া বিকেএসপির দশম শ্রেণীর ছাত্রী আয়েশা বলেন, “ক্যারিয়ারের শুরুর দিকে চুমকি আপু (শামসুন্নাহার চুমকি) থাকলেও এখন বিউটি আপু (নাজমুন্নাহার বিউটি) আমার আদর্শ। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তাদের মতো সাফল্য পেতে চাই।” রোববার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম দিনে বিকেএসপির প্রাধান্য ছিল। তারা আটটি এবং কিশোরগঞ্জ দুটি সোনা জিতেছে। একটি করে সোনা খুলনা, নড়াইল, নোয়াখালী, ঢাকা ও গাইবান্ধা জেলার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।