আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধা

আমি বাংলার...।

২৭.৪.০৯ আমি এমন এক সন্ধা চাই যা হবে শুধু আমার। তুমি যে সন্ধার কথা বলেছিলে। তাকে আমি বিশ্বাস করি কিন্তু মেনে নিতে পারিনি। তোমার কাছে একটি সন্ধা চাই যব হবে শুধু আমার।

যদি এমন সন্ধা দিতে পার তুমি- তা হবে আমার জীবনের অনেক বড় পাওয়া। বিধাতার পুরুস্কার যদি স্বর্গ হয়- সেখানেও তোমার রুপ-ঝলকের লোভ দিয়েছেন তিনি। যার আকর্ষনতা উদ্দেলিত করবে আমার লুকো যৌবনকে। খুব কাছ খেকে দেখা তোমার ললনা রুপ। এভাবে কাছে পাবার অশান্ত প্রত্যাশা কেন হলো পারব না বলতে আমি- যা অনুভব কর নিয়ত তুমি।

আমার আত্মার সাথে কপট নই আমি। আত্মা যা বলে তাই লিখি আমি। তোমার স্পর্স আমাকে দিতে পারে অনেক বড় হবার এক দৃঢ় পথ। স্বপ্ন আর সম্ভাবনাকে এক করে দেখার ইচ্ছা আমার যা তোমার কোমরতায় বাস্তবে ধরা দিবে আমায়। আমার এই আত্মঘাতি লালসা তুমি যার জন্যে নিচু মনের ভাবতে পার।

কিন্তু আমার আত্মা যা বলে তাই লিখি আমি। মিথ্যা বলার প্রবণতা মানুষ্য সহজাত। কিন্তু তোমার সাথে মিথ্যে বলার এমন স্পর্দা নেই আমার। আমার আত্মা যা বলে আমি লিখি তাই। আমার বয়স অথবা দেহ হয়তো স্পন্দিত করবে না তোমায়।

আমার ভালোবাসার মনের দিকে একবার তাকাও- দেখবে অকৃত্তিম হৃদয় অবিশ্বাসের বিন্দু বিঃস্বর্গও নেই তাতে। বিধাতা তোমাকে যা দিয়েছে যা দিয়ে আগুন ধরাতে পারো যে কোন যুবকের হৃদয়ে। জলন্তকে পার শীতলতার স্পর্শ দিতে। নির্জন এই বনভূমে তোমাতেই বিভোর আমি। কল্পনায় নয়- বাস্তবতার অতৃপ্ত প্রত্যয়।

আমার আত্মা যা বলে আমি লিখি তাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।