ভাল আছি ভাল থেকো
আমি একটি সন্ধা খুজি,
যে সন্ধায় বিসন্নতা রবে না।
ঝির ঝিরে বৃষ্টিও না।
বসন্তের শীতল হাওয়া
মনে মেখে হৃদয়ের দক্ষিন জানলার
পর্দাটা খুলে দিতে পারি।
আমি একটি সন্ধা খুজি,
যে সন্ধায় পাখিরা
ব্যস্তসমস্ত হয়ে ঘরে ফেরে না।
আকাশের নীল গায়ে মেখে,
গোধুলিকে বিস্তৃত করে।
রাতের ক্লান্তি আসে না,
সন্ধার সুশীতল আবেশ
সারারাত ঘিরে থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।