আমাদের কথা খুঁজে নিন

   

রজার্স কাপ থেকে অ্যান্ডি মারের বিদায়

এটিপি র‌্যাঙ্কিংয়ের ৩৮ নম্বর খেলোয়াড় লাটভিয়ার আর্নেস্ট গালবিসের কাছে মারে হেরেছেন ৬-৪, ৬-৩ গেমে। ম্যাচটি মাত্র ৯০ মিনিট স্থায়ী হয়।
উইম্বলডনে জেতার পর মাত্রই দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিলেন দুটি গ্র্যান্ড স্লাম জেতা এই স্কটিশ। কানাডায় অনুষ্ঠানরত এই টুর্নামেন্টের হতাশা অবশ্য তাকে দিচ্ছে অন্য এক দুশ্চিন্তা। কদিন বাদেই যে ইউএস ওপেনে শিরোপা ধরে রাখার মিশনে নামবেন বৃটিশদের ৭৭ বছরের গ্র্যান্ড স্লাম খরা কাটানো মারে।


তবে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী মারে বলেন, “এখন লক্ষ্য একটাই, তা হলো ইউএস ওপেনে সেরা পারফর্ম করার চেষ্টা করার। ”
“তবে তা করতে আপনার নিজেকে ভালোমতো প্রস্তুত করতে হবে। আর সে লক্ষ্যে আমি এখানে ভালো করতে চেয়েছিলাম”, যোগ করেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়।
মারে হারলেও পরবর্তী রাউন্ডে উঠেছেন সার্বিযার নোভাক জোকোভিচ ও স্পেনের রাফায়েল নাদাল। তবে হেরে গেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ ও আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো।


মেয়েদের এককে পরবর্তী রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস, আগ্নিয়েস্কা রাদভান্সকা, লি না ও পেত্রা কেভিতোভা।
তবে বাদ পড়েছেন এবছরের উইম্বলডন চ্যাম্পিয়ন ফ্রান্সের মারিয়ন বার্তোলি। অবাছাই স্লোভাকিয়ার ম্যাগদালেনা রাইবারিকোভার কাছে ৭-৬, ১-০ গেমে পিছিয়ে পড়া অবস্থায় চোটের কারণে কোর্ট ছেড়ে যান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।