দ্য বেঙ্গলি টাইমস ডটকম
সবাই যখন ঢাকা প্রিমিয়ার লীগ নিয়ে ব্যস্ত, তখন হাতে অফুরন্ত সময় মাশরাফি বিন মর্তুজার। তার দল বিমান সুপার লীগে উঠতে পারেনি। তাই এশিয়া কাপের পর আর ম্যাচ খেলা হয়নি তার। ফিটনেস ধরে রাখার জন্য জিম আর মানসিক সুস্থতার জন্য ছোট্ট মেয়ে হুমাইয়ার সঙ্গেই সময় কাটাচ্ছেন মাশরাফি। আগস্টে জিম্বাবুয়ে সফরের আগে আন্তর্জাতিক সূচিও নেই।
তবে এর মধ্যেই কানাডায় একটি টুর্নামেন্ট খেলার প্রস্তাব গিয়েছে তার কাছে। এশিয়া একাদশের হয়ে একটি টি-২০ খেলতে হবে বিশ্ব একাদশের সঙ্গে। অর্থনৈতিকভাবে নিজেদের শক্তিশালী করার জন্যই কানাডা ক্রিকেট বোর্ড মে মাসে এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। ঢাকায় এক এজেন্টের মাধ্যমে কানাডা বোর্ড বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা আর নাসির হোসেনকে খেলার আমন্ত্রণ জানিয়েছে। তবে আইপিএলের কারণে সাকিব এবং তামিম কানাডায় আসতে পারবেন না।
মুশফিকুর রহিমও জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বসবেন তিনি। তার পক্ষেও এই টুর্নামেন্ট খেলা সম্ভব না। তাই এখন মাশরাফি আর নাসিরকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ওই এজেন্ট। সব ঠিকঠাক থাকলে ১২ মে টরন্টোর রজার্স সেন্টারে এশিয়া একাদশ আর বিশ্ব একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে এশিয়া একাদশের হয়ে শহিদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, সনাথ জয়সুরিয়া আর ওমর গুলের খেলার সম্ভাবনা রয়েছে।
আর বিশ্ব একাদশের হয়ে হাশিম আমলা, জেকব ওরাম আর মার্ক বাউচারকে দেখা যেতে পারে। কানাডায় খেলার এই প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে যায়নি নাসির হোসেনের কাছে। তবে নাসির এমন ধরনের টুর্নামেন্টে খেলতে বেশ আগ্রহী। 'খুব বেশিদিন হয়নি আমি আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছি। তার মধ্যেই এমন একটি প্রস্তাব আসাটা আমার জন্য দারুণ একটি ব্যাপার।
' মাশরাফির জন্যও এই সফরটা বিশ্রাম ভেঙে ম্যাচে ফেরার আনন্দ এনে দিতে পারে। এর আগেও একবার আফ্রো-এশিয়ান ক্রিকেটে এশিয়া একাদশের হয়ে খেলেছেন মাশরাফি। তবে কানাডার এই ম্যাচটি অবশ্য একটু ভিন্ন। এখানে কানাডা বোর্ড তাদের নিজেদের আর্থিক লাভের কারণেই এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।