আমাদের কথা খুঁজে নিন

   

রজার্স কাপে মুখোমুখি জোকোভিচ-নাদাল

শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেয়েছেন দুজনেই। জোকোভিচ ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকেতকে। অস্ট্রেলিয়ার মারিনকো মাতোসেভিচের বিপক্ষে নাদালের জয় এসেছে ৬-২, ৬-৪ গেমে। টেনিস সার্কিটে অনেক দিন ধরেই নাদাল-জোকোভিচের কঠিন প্রতিদ্বন্দ্বিতা। আগের ৩৫টি লড়াইয়ে নাদাল এগিয়ে ২০-১৫ ব্যবধানে।

জুনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে সর্বশেষ মুখোমুখি লড়াইয়েও স্প্যানিশ তারকা বিজয়ী। তবে সাড়ে চার ঘণ্টা দীর্ঘ, পাঁচ সেটের ‘ম্যারাথন’ লড়াই শেষে জিতেছিলেন তিনি। এবারো লড়াইটা তীব্র হবে বলেই মনে করেন নাদাল। শেষ চার নিশ্চিত করার পর তিনি বলেন, “এমন দারুণ টুর্নামেন্টে নোভাকের মুখোমুখি হওয়া সব সময়ই রোমাঞ্চকর। ম্যাচটা দুর্দান্ত হতে যাচ্ছে।

আমি (জয়ের) যথাসাধ্য চেষ্টা করবো, যেমন সব সময় করে থাকি। ” অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন স্বাগতিক কানাডার দুই খেলোয়াড় মিলোস রাওনিচ ও ভাসেক পোসপিসিল।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।