আমাদের কথা খুঁজে নিন

   

রজার্স কাপের ফাইনালে নাদাল, সেরেনা

১২টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল শনিবার সেমিফাইনালে জোকোভিচকে হারান ৬-৪, ৩-৬, ৭-৬ গেমে। গত জুনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেও পাঁচ সেটের ‘ম্যারাথন’ লড়াইয়ে জোকোভিচকে হারিয়েছিলেন নাদাল।
প্রথম গেম নাদাল জিতলেও দ্বিতীয় গেমে ফিরে আসেন জোকোভিচ। তৃতীয় গেম গড়ায় টাইব্রেকে যাতে প্রথমদিকেই এগিয়ে যাওয়া নাদালকে থামাতে পারেননি সার্বিয়ান তারকা।
ম্যাচ শেষে জোকোভিচ সাংবাদিকদের বলেন, "এটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল।

জয়ী নির্ধারণে কয়েকটি মাত্র পয়েন্ট ভূমিকা রেখেছে।
ফাইনালে নাদালের প্রতিপক্ষ স্বাগতিকদের মিলোস রাওনিচ, যিনি আগের ম্যাচে স্বদেশী ভাসেক পোসপিসিলকে ৬-৪, ১-৬, ৭-৬ গেমে হারান।
এদিকে মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালে পোলিশ তারকা আগ্নিয়েস্কা রাদভান্সকাকে ৭-৬, ৬-৪ গেমে হারান শীর্ষ বাছাই সেরেনা।
ফাইনালে ১৬ বারের গ্রান্ড স্লাম জয়ী এই মার্কিনির প্রতিপক্ষ টুর্নামেন্টে চমক দেখানো রোমানিয়ার অবাছাই সোরানা কারস্তিয়া।

চতুর্থ বাছাই সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যম্পিয়ন চীনের লি নাকে ৬-১, ৭-৬ গেমে হারান কারস্তিয়া।
এর আগে কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়েছিলেন ২০১১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের কেভিতোভাকে। আগের রাউন্ডগুলোতে র‌্যাঙ্কিংয়ের সাবেক দুই শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকি ও ইয়েলেনা ইয়ানকোভিচকে হারান ২৩ বছর বয়সী কারস্তিয়া।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।