আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুর ঈদগাহে হাতাহাতি, ডিসির দিকে জুতা

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াজ উদ্দিন মিয়া পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের দিকে জুতা ছুড়ে মাঠ ত্যাগ করেছেন মুসল্লীদের একটি পক্ষ।
এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হলেও পরে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ি মাঠে সকাল ৮টায় জামাত শুরুর নির্ধারিত সময়ের আগে বয়ান শুরু হয়। বয়ান শেষে ঘোষণা দেয়া হয়, ঢাকার বায়তুল মোকারম মসজিদের হাফেজ মাওলানা মিজানুর রহমান এবার ঈদের জামাত পড়াবেন।


এ সময় কিছু মুসল্লী এর প্রতিবাদ জানিয়ে বরাবরের মতো গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মনির হোসেনকে ঈদের নামাজের ইমামের দায়িত্ব দেয়ার দাবি জানান। এ নিয়ে মাঠের মুসল্লীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওয়াজ উদ্দিন মিয়া ও বিএিনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান এ সময় মাইকের মাধ্যমে উত্তেজিত মুসল্লীদের শান্ত করার চেষ্টা করেন।
এক পর্যায়ে নামাজ পড়তে আসা মুসল্লীদের কয়েকজন জেলা প্রশাসকের দিকে জুতা ছুড়ে মারেন। অন্য আরেকটি এ সময় পক্ষ তাদের পাল্টা ধাওয়া করেন।

শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া। সাধারণ মুসল্লীদের এ সময় দৌড়ে মাঠ ত্যাগ করতে দেখা যায়।
কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে মাঠ থেকে দুই ব্যাক্তিকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় অনেকে মাঠ ছেড়ে অন্য মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়েন।
জেলা প্রশাসক নুরুল ইসলাম বলেন, কয়েক মাস আগে হেফাজতে ইসলামীর কর্মীরা গাজীপুরে গণজাগরণ মঞ্চ ভাংচুর করে।

গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মনির হোসেন ওই মামলার আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনেও মামলা হয়েছে।
“এসব অভিযোগের কারণে মাঠে তার ইমামতি নিয়ে এলাকাবাসীর আপত্তি রয়েছে। তাই এবার ঈদের মাঠে ঢাকার হাফেজ মাওলানা মিজানুর রহমানকে ঈদের নামাজ পড়ানোর আমন্ত্রণ জানানো হয়। ”
জয়দেবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা এএসআই মাহফুজুর রহমান জানান, মাঠ থেকে দুজনকে আটক করা হলেও ডিসি ও এসপির অনুমতি নিয়ে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.