আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিকসের আরও নথি ফাঁস

সময় বয়ে চলে তার আপন গতিতে

বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা আড়াই লাখেরও বেশি গোপনবার্তা প্রকাশ করেছে উইকিলিকস। এতে কূটনৈতিক বিপাকের মুখে পড়েছে আমেরিকা। রয়টার্স। রোববার বাংলাদেশ সময় গভীর রাতে বার্তাগুলোর ভিত্তিতে খবর প্রকাশ হয়েছে বিশ্বের ৫টি শীর্ষস্থানীয় পত্রিকায়। পত্রিকাগুলো হলো_ আমেরিকার দ্য নিউইয়র্ক টাইমস, ইংল্যান্ডের দ্য গার্ডিয়ান, ফ্রান্সের লা মন্ড, জার্মানির ডের স্পিগেল এবং স্পেনের এল পাইস।

উইকিলিকসের ওয়েবসাইটে কোন নথি প্রকাশ হয়নি। এক টুইটার বার্তায় উইকিলিকস জানিয়েছে, তাদের ওয়েবসাইট সাইবার আক্রমণের স্বীকার হয়েছে। ইরানের ওপর হামলা চালাতে আমেরিকাকে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহসহ কিছু আরব নেতা তাগাদা দিচ্ছেন বলে প্রকাশিত বার্তায় দেখা গেছে। এদিকে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির উপাদান নিয়েও চিন্তিত আমেরিকা। চীন সরকার যে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহারে গোয়েন্দাবৃত্তির জন্য হ্যাকিং চালায় সে বিষয়টি নিয়েও চীন থেকে ওয়াশিংটনের সঙ্গে বার্তা বিনিময় করেছেন রাষ্ট্রদূত।

বার্তাগুলো প্রকাশ হওয়ায় কূটনীতিকদের জীবন ঝুঁকিতে পড়বে দাবি করে এ ঘটনার নিন্দা জানিয়েছে আমেরিকা। তবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ বলছেন, আমেরিকা যা করছে তার দায় নিতে ভয় পায়। উইকিলিকস যে বার্তাগুলো প্রকাশ করেছে তার মধ্যে ১৯৮৯ সালের বার্তা যেমন আছে তেমনি আছে গত ফেব্রুয়ারিতে বিনিময় হওয়া বার্তাও। যা আছে এ গোপন বার্তায় ওয়াশিংটনে পাঠানো বার্তায় বলা হচ্ছে, উত্তর কোরিয়া থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নেয়ার চেষ্টা করছে ইরান। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কোন আলোচনায় বসতে চাইলে শর্ত হিসেবে সেস্নাভেনিয়াকে বলা হচ্ছে, গুয়ানতানামো কারাগার থেকে বন্দী নিতে হবে সে দেশে।

জার্মানিকে সতর্ক করা হয়, দেশটির সিআইএ'র সদস্যদের যেন গ্রেফতার করা না হয়। যদিও তাদের বিরুদ্ধে সন্দেহভাজন জঙ্গি হিসেবে শুধু নামের মিলের কারণে এক জার্মান নাগরিককে অপহরণ করে আফগানিস্তানে বন্দী করে রাখার অভিযোগ রয়েছে। জাতিসংঘ কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করতে আমেরিকান কর্মকর্তাদের নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বার্তায় দেখা গেছে আফগান সরকার যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সে বিষয়টি সম্পর্কেও জানে আমেরিকা। রাশিয়া ও ইতালির দুই প্রধানমন্ত্রী ভস্নাদিমির পুতিন ও সিলভিও বার্লুসকোনির মধ্যেকার যোগাযোগ যে বেশ গভীর সে বিষয়টিও ওয়াশিংটনকে জানায় সংশ্লিষ্ট দেশ দুটিতে থাকা আমেরিকান কূটনীতিকরা।

সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্রিটেন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হলেও দেশটির রাজনীতিকদেরও সমালোচনায় পিছিয়ে থাকেননি আমেরিকান কূটনীতিকরা। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনেরও সমালোচনা করেন তারা। আমেরিকার বক্তব্য এসব বার্তা প্রকাশের পর বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ। এতে বলা হয়েছে, 'এ ধরনের নথি প্রকাশ আমাদের কূটনীতিক, গোয়েন্দা পেশাজীবী এবং গণতন্ত্র ও খোলামেলা সরকার বিষয়ে প্রচার চালাতে আমেরিকায় আসে এমন ব্যক্তিদের ঝুঁকিতে ফেলে দেবে। প্রেসিডেন্ট ওবামা সারাবিশ্বে দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং খোলামেলা চরিত্রের সরকার সমর্থন করেন।

কিন্তু এ ধরনের কাজ তার ওই লক্ষ্যের বিপরীত। ' উইকিলিকসকে এসব বার্তা সরবরাহের দায়ে কাউকে এখনো অভিযুক্ত করা হয়নি। তবে ব্র্যাডলি ম্যানিং নামে আমেরিকার এক সাবেক সেনা কর্মকর্তাকে এক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে। গোয়েন্দা বিশ্লেষক ব্র্যাডলি গত জুন মাসে ইরাকে গ্রেফতার করা হয়। উইকিলিকস আগে যে গোপন নথি প্রকাশ করেছে তার জন্য দায়ী করা হয় ব্র্যাডলিকে।

ইরাক ও আফগানিস্তানে আমেরিকার যুদ্ধ নিয়ে প্রায় ৪০ হাজার গোপন আমেরিকান নথি গত অক্টোবর মাসে প্রকাশ করে উইকিলিকস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.