যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
দেশের রাজনীতি আর রাজনীতিবিদদের তালের অভাব নেই । তাদের তাল-বেতালে মাতাল দেশবাসী । কিন্তু দেশের রাজনীতিবিদরা জাতে হলেও তালে ঠিক ।
নিজের টা ষোল আনাই বোঝেন , যার ফলশ্রুতি হলো আজকের হরতাল ।
রাস্তাঘাট ফাঁকা-ফাঁকা, অফিস-আদালতে ঢিলেঢালা ভাবে কাজকর্ম, ভিআইপি রাস্তায় অবাধে রিকশার আসা যাওয়া, সারা দেশ জুড়ে একটা ছুটির আমেজ- এই হলো হরতালের মাজেজা। আর সন্ধ্যার পরেই আমরা মহান বাণী পাবো, পাবো সরকার আর বিরোধী দলের অভিনন্দন। সরকার বলবে, জনগন হরতাল প্রত্যাখান করেছে আর বিরোধী দল বল বলবে জনগণ স্বতফুর্ত ভাবে হরতাল পালন করেছে । আর আমরা দু'জনের সাথেই মাথা ঝোকাবো , বলবো হুমমমম.......
সামনে শীতকাল, সামনে ভয়াবহ সময় ।
সামনে রাজনীতির নানা তালে আবারো বেতাল হবার সময় হলো... ঈশ্বর জানে আমজনতার কপালে কি আছে ?? ঈশ্বর আমজনতার সহায় হোন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।