শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পত্তনী ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন (১৫) উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে।
টমটম চালক একই এলাকার শাহিন দেওয়ানকে আটক করেছে পুলিশ।
হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, টমটমে চেপে মুলাদীতে যাচ্ছিল ইমরান। পত্তনী ভাঙ্গা এলাকায় বেপরোয়া গতিতে মোড়ে বাঁক নেয়ার সময় টমটম থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ইমরান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।