এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।
শাহরুখ খান, ঢাকায় আসছে ৯ই ডিসেম্বর, ১০ ই ডিসেম্বর কনসার্ট আর্মি স্টেডিয়ামে, সেই কনসার্টের টিকেটের মূল্য - ৩,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত, মনে মনে প্লান করলাম১ টি টিকেট কিনে কনসার্ট টি দেখতে যাব । তো গত কয়েক দিন আগে পাড়ার এক চায়ের দোকানে আড্ডা দিচ্ছি তো হঠাৎ আড্ডায় কনসার্টের এবং আমার টিকেট কেনার ব্যাপারটি উঠে আসে, তো এক বন্ধু ৩,০০০ টাকায় কনসার্ট দেখার ঘোর বিরোধী , এর পক্ষে অনেক যুক্তি তুলে ধরল এক পর্যায়ে সে বলল উক্ত কনসার্ট টি না দেখে টিকেটের জন্য বরাদ্দকৃত ৩,০০০ টাকা দিয়ে যদি আমি ৩ জন শীতার্থ মানুষ কে তিনটি কম্বল কিনে দিই তবে সে খুব খুশি হবে তবে ঐ দিন বন্ধুদের মুখের দিকে চেয়ে না করতে পারিনা ,
কথামত গতকাল সকালে বন্ধুটি এসে টাকাটি নিয়ে যায় এবং বিকালে তিনটি কম্বল নিয়ে হাজির ,রাতে তিন জন গরিব বিধবা মহিলা কে কম্বল তিনটি দেওয়া হয় , কম্বলগুলো দেওয়ার পর কেন জানি মন টা ভাল লাগছে মনে হচ্ছে আমি আসলে ঠিক কাজটি ই করেছি...................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।