মুক্তি দিয়ে কী হবে, মুক্তি চাই না
ইসলামিক ফাউন্ডেশনে ঘটনাচক্রে ব্যালে নাচ হইছে। সেই নিয়ে তাবৎ পৃথিবীর মুসলমান ধুয়েমুছে গেছে এমন একটা পরিস্থিতি। সত্যিকার খবর নিয়ে হয়তো দেখা যাবে নাচের নমুনা হয়তো দেখাইছে।
ধরেন নাচ দেখাইছে তাতে এমন কি ক্ষতিই হইছে?
এটা বিদেশীরাও বুঝে নাই স্বদেশীরাও বুঝে নাই। এজনের বুলি আরেক জনের কাছে গালি হইয়া গেছে।
সহজভাবে নিলেই হয়।
ইমামগো কি যৌনরোগ আছে যে কাপড় নস্ট হইছে?
ইমামরা কি ব্যালে নাচের জাদুতে ইসলাম ত্যাগ করেছে?
ইমামরা কি তাদের জুনিয়র ইমামদের কখনো পুন্দাই নাই?
যত্তসব পেইড ব্লগার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।