আমাদের কথা খুঁজে নিন

   

ঐ সামু টিমের কেউ একটু আহেন, আমার লগে দুইডা কতা কইয়া যান !

মহাশক্তি বাতাস আর বিশালতায় ছেয়ে থাকা আকাশের বুক থেকে ঐযে ছোট্ট বালকটি যেভাবে তার ঘুড়িটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। ঠিক তেমন করে যদি আমার জীবনটাকে নিজের করতে পারতাম।

কি পাইছেন ভাই ??? দেশের কোনো চিপায় যাইয়া তো দুইডা কতা কওনের চাঞ্চ পাই না, জানোয়ারের দল দৌড়াইয়া আহে ! শুনতাম ব্লগে আসলে নাকি মুক্তভাবে কতা কওন যায়, তাই এহানে আইয়া পড়লাম। এইডা বিশ্বাস কইরা আপনাগো এহানে দুইডা মনের কতা কইতে পারুম, এটাও কি পাপ হইয়া গেলোনি ??? গতমাসে একটা পোষ্ট দিয়া কিছুক্ষন পরে আইয়া দেহি ওইটা হাওয়া হইয়া গেছে, আজকে দুপুরে একটা পোষ্ট দিলাম ওটারে দিলেন হাইড করা !!! জ্বিদ্দে হেইডা ডিলিট কইরা দিলাম ! এহন আমারে কন তো ভাই মনের দুইটা কথা কই যাইয়া কমু ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.