***************************************************
১ম দিনঃ
কিরে সুনীল্লা, কি খেয়ে এয়েচিস?
স্যার, শিং মাচ দিয়ে খেয়ে এয়েচি।
২য় দিনঃ
কিরে সুনীল্লা, কি খেয়ে এয়েচিস?
চ্যার, শিং মাচ দিয়ে খেয়ে এয়েচি।
৩য় দিনঃ
কিরে সুনীল্লা, কি খেয়ে এয়েচিস?
চ্যার, শিং মাচ দিয়ে খেয়ে এয়েচি।
কিরে, তোদের খুব পয়সা হয়েচে না কী রে? প্রেত্যেকদিন শিং খাচ্চিস?
স্যার, ১ম দিন খেলুম শিং মাচের ন্যাজ, ২য় দিন খেলুম মাথাটা, আর আজ খেয়ে এয়েচি পেটটা।
**************************************************
আপনেরা বড় লোক মানুষ, প্রাসাদে ঘুমাইন, পোলাও কুরমা খাইন, রানী ুদেন আর পরী পয়দা করেন।
আমরা গরীব মানুষ, বস্তিত হুইয়া থাহি, শুটকি মাছ খাই, পাঠা ুন্দাই, আর ছাগু পয়দা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।