আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়ার বাড়ির কফিনে লাষ্ট পেরেক, অবুঝ সমর্থকদের কান্দন।

* আমি খুজে বেড়াই নিজেকে *

খালেদা জিয়ার বাড়ির কফিনে লাষ্ট পেরেক ঠোকা হলো। স্পষ্টত দেখা যায় যে বেগম জিয়া আইনজীবিদের আদালতে উপস্থিতি সাক্ষী গোপাল। এই প্রেক্ষিতে আদালতে কে কাকে ব্যবহার করলো সেটা বুঝা মুশকিল। খালেদা আইনজীবিদের নাকি আইনজীবি কাম নেতারা খালেদা জিয়াকে। আবার হতে পারে দুইপক্ষের স্বার্থ নিহিত।

কিন্তু আফসুস বিএনপি সমর্থকদের জন্য যারা এই মেকনিজমে অবুঝ দর্শক। তো এরুপ সমর্থকরা না বুঝে ভাবছে হায় খালেদা, হায় বিএনপি, হায় বাড়ি। আইনের কাছে হেরে গিয়ে ব্লগে, টকশোতে, এখন চলবে আওয়ামিলীগ, বাকশাল, ভারত বিরোধী, টিপাইমুখ, বিএসএফ, বিরোধী প্রোপাগান্ডা। চলবে শেখ হাসিনা, তার সন্তানদের চরিত্র হনন। চলবে ছাত্রলীগ সংক্রান্ত পোস্ট, ছবি এসব।

আপাতত দর্শক হিসেবেই থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.