এখন, এগারো টা বাজতে বারো মিনিট বাকি-
আমি একবার আত্মহত্যা করতে চেয়েছিলাম-তখন আমার বয়স একুশ।
তারপর কত পূর্নিমা কেটে গিয়ে অমাবস্যা আবার পূর্নিমা !
কেন তোমাকে আমি কষ্ট দেই?তুমি আমার খুব প্রিয় এই কারনেই কি?
আমার মৃত্যুর পাঁচ দিন পরও কি তোমার চোখে জল থাকবে?
আমি বেশ চট-পটে,অথচ তোমার সাথে কাছে কোন চালাকি'ই চলে না;
কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষের মত হেঁটে যাই- হিমি,
একা একা বিনা উদ্দেশ্যে এরকমভাবে আমার তো রাস্তায় ঘুরে বেড়ানোর কথা নয়- হিমি!
আসলে,আমি হাজার ভুলের মধ্য দিয়ে নিজেকে ভাঙ্গতে ভাঙ্গতে;
আলোর দিকে ধাবমান শিশুর মত টালমাটাল পায়ে ছুটে চলেছি-প্রতি মুহূর্তে।
এখন আমি লেখা বাদ দিয়ে খাটে শুয়ে দু'টা সিগারেট শেষ করব।
আরো অনেক কথা লিখতে ইচ্ছা করছে,কিন্তু রাত দু'টা বেজে গেছে-
এইসব হাবিজাবি লিখে প্রায়'ই অস্বস্থিবোধ করি।কিন্তু-
আর কেউ না জানুক তুমি তো অন্তত জানো হিমি,
লিখতে ভালো লাগে বলেই লিখি,কোন আইন মানি না-
আদালত অবমাননাকে ভয় করি না।
আমার যা ইচ্ছা আমি তাই লিখব লিখব লিখব,
যেখানে কমা দিতে ইচ্ছা করবে দিব, , , , , , ,
আমার কলম আমার ইচ্ছা মতোই চলবে-এমনকি প্রতিটা শব্দও।
যেদিন আমার লেখা তোমার আর ভালো লাগবে না-
সেদিন সকালে ঘুম থেকে উঠে হাফ প্যান্ট পড়ে ঘর থেকে বের হয়ে যাবো
এবং আর ফিরে আসব না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।