মিনারেল ওয়াটার নিয়ে প্রতারণা
রাজধানী ঢাকা অবৈধ পানি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানে ভরে গেছে। এই মহানগরীর আনাচে-কানাচে গড়ে উঠেছে অনুমোদনহীন এসব কারখানা। এদের কারোরই নেই বিএসটিআই-র অনুমোদন। শুধু ট্রেডলাইসেন্স নিয়ে কোনোমতে পানি শোধনের যন্ত্র বসিয়ে নোংরা পরিবেশেই চলছে এদের রমরমা ব্যবসা।
পানির অপর নাম জীবন।
ঢাকা শহরের মানুষ এমনিতেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। দিন দিন এই শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এর মধ্যে বেঁচে থাকার সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ নিয়ে চলছে বড় রকমের প্রতারণা। পানি উত্তমরূপে পরিশোধন করে সরবরাহের কথা থাকলেও এসব প্রতিষ্ঠানে নেই কোনো রসায়নবিদ ও পরীক্ষাগার। খনিজ পানি উত্তোলনের পর তা শোধন করে জারে ভরার শর্ত থাকলেও ওয়াসার পানিই জারে ভরে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ছিন্নমূল শিশুরা এসব পানি বিক্রি করছে।
বিএসটিআই-র শর্তমতে, বাজারজাত করা পানি অবশ্যই খনিজ হতে হবে। পাশাপাশি কারখানায় থাকতে হবে পানির ক্ষারত্বের মান নিয়ন্ত্রণের ব্যবস্থা। জারগুলো হবে পরিষ্কার, থাকবে বাজারজাতকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মেয়াদোত্তীর্ণের তারিখ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসব নিয়ম মানা হয় না।
এসব দেখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই। সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে অনুমোদনহীন ও ভুয়া পানির কারখানা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।