আমাদের কথা খুঁজে নিন

   

খুকির গল্প

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

এসো খুকি বসো কাছটিতে গল্প বলি শুনো মন দিয়ে। এক যে ছিল ছোট্র খুকি তোমার মতই দেখতে তার হাঁটা-চলা, কথা-বার্তা তোমার মতই হবে। সেই খুকিটির মা ছিলনা বাপ গিয়েছিল ফেলে দাদুর কাছে থাকত সে হেসে-খেলে। সেই দাদুটিও মরে গেল কিছুই গেলনা বলে।

খুকি তাই কেঁদে ফিরে স্বজন পাবে কোথায় গেলে। আকাশের চাঁদ ডাকে তাকে তারারাও ডাকে কাছে। এসো খুকি, আমাদের কাছে দুঃখ ভুলবার মন্ত্র আছে। আমরা তোমার বন্ধু হবো চোখের জলে হাসি ফুটাব যদি তুমি বন্ধু ভেবে হাত বাড়িয়ে আসো কাছে। খুকি বলে, তাই ভালো তোমরা হবে আমার আলো।

আমরা তিনজন বন্ধু হয়ে থাকব কাছে সব সময়ে। সেদিন থেকে দুঃখী খুকি হারিয়ে গেল দিয়ে ফাঁকি। কেউ জানেনা সেই খুকিটি রাতের আকাশের তারাটি। আকাশজুড়ে রাতের বেলা ঝলমলিয়ে করে খেলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।