আমাদের কথা খুঁজে নিন

   

আবার খুকির জন্যে...

খুকি যখন নিরাবরণ দেহ, রাখলো খুলে মধ্যরাতে,জলে- জোনাকীদের লুকিয়ে নিলো পাতা, জ্যোৎস্না ছুটে পালালো জঙ্গলে...........

(৫৬) মেঘের বুকে ঘুমিয়ে ছিলো খুকি, আমার ঘরে তখন বাউল মাস, পরের এঁটো থালায় বেড়েছিলাম ক্ষিদেয় ক্ষিদেয় খুকির পরবাস। (৫৭) খুকির থালায় গরম ভাতে নুন, নুন গলেছে চোখের জল বেয়ে, দেয় প্রতিদিন খাওয়ার খোঁটা যারা, বাড়ুক তারা খুকির এঁটো খেয়ে। (৫৮) খুকির মেঘে, খুকির বরোষায় বাড়তে থাকে মন-খারাপের ঘোর খুকির ব্যাগ-এ বাড়ির কাজের খাতায়, ঘুমিয়ে গ্যাছে স্কুল-কিশোরীর ভোর। (৫৯) ভোরের মানে খুকির চোখের পাতায় বসত করে মন-খারাপের বাড়ি, আমার খুকির বয়ঃসন্ধি জুড়ে ভালোবাসার সঙ্গে ভীষণ আড়ি। (৬০) খুকি আমার অন্ধ চোখের নেশায়, এবং নেশার গল্পে অলৌকিক, কালও যারা শত্রু ছিলো খুকির, আজকে তারাই খুকির বৈবাহিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.