আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ
ইচ্ছে করে কাজ ভুলে যাই
তুই ছাড়া সব আজ ভুলে যাই
দেখবে যে সেই ঘায়েল হবে
জলদি এ চোখ রোখ্
কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ
আকাশ ছিল একলা একা
মেঘ ছিল সব শাদা
তোর কাজলের রং মেখে মেঘ
পড়লো ঋনে বাধা
সেই থেকে ঐ মেঘের সারি
রং পেয়ে হয় রং বাহারি
তোর কাজলের রং মাখা মেঘ
দেখছে সকল লোক
কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ
তোর চোখে চোখ পড়লে পলক
যায়না ফেলা মোটে
তোর দুটি চোখ হবেই সেরা
সব প্রেমিকের ভোটে
তোর দুটি চোখ আড়াল হলে
ছুটবে মিছিল দলে দলে
বসবে সভা শহর জুড়ে
নামবে দারুন শোক
কাজল পরা চোখ দেখে তোর
কাজল পরা চোখ ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।