আফ্রিকার একটা ছোট্ট জলাশয়। ঝিরঝির,শান্ত, কুলকুল শব্দের। অসম্ভব মায়ামায়া একটা ভাব জুড়ে ছিল সেদিন যেখানে কাজ করছিলাম তার চারপাশে। রাস্তার এপাশ-ওপাশ দুপাশ জুরে ছিল সেই মিষ্টি জংলি জলাশয়টি। হাটুপানি হবে হয়তো।
অদ্ভুত ব্যাপার হল দুপাশ দেখতে দুই রকম। একপাশের জংগল একটু দামাল গোছের,কাটা লতা-পাম ট্রিতে ভরা কালচে সবুজ- যেন কৃষ্ণ। আর অপর পাশটায় জংলের পরিমান অনেকটা কম,টলমল করছে কালচে পানি ঠিক যেন রাধার কাজল কাল চোখ। রাস্তার মাঝ বরাবর একটা ছোট্ট কালভার্ট দুপাশের দুই অংশকে নিরন্তর একসাথে বেধে চলেছে। এই রাধা জলাশয়ের বুকেই ফুটেছিল একমাত্র শাপলা ফুলটা।
অনেকটা ফাকা জায়গা নিয়ে সে একা,একান্ত কোমলতা নিয়ে কয়েকটা টিয়ে সবুজ পাতার মধ্যমনি হয়ে ছিল- স্নিগ্ধ সাদা শাপলা। একমাত্র শাপলাটি যেন রাধাকে আশপাশের তুলনায় শত-সহস্র গুনে সুন্দর করে ফেলেছে। শাপলা দেখে আমি তো অবাক!আরে এটাতো আমার ফুল। আমার দেশের ফুল। এখানে আসলো কি করে? সাথে সাথে আমার ক্যামেরা বন্দী!! হাহ…হাহ।
কেমন বলুন্তো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।