আমাদের কথা খুঁজে নিন

   

গালাগালি করে কি লাভ?



এটা মূলত ব্লগের মুসলমন ভাইদের উদ্দেশ্য করে লেখা। অবশ্য যেহেতু আমি এখনো সেফ ব্লগার না, তাই জানিনা লেখাটা আদৌ কেউ পরবেন নাকি। ব্লগে বিভিন্ন বিষয়ে দেখি অনেক সময় অনেক বিষয় নিয়ে মুসলমান ভাইরা খুব ক্ষেপে যান, এবং বেশ কড়া মন্তব্য করেন, মাঝেমধ্যে যেটা শালীনতার সীমা অতিক্রম করে যায়। কিন্তু এরকরম করে আমরা নিজেরাই যে ইসলামের বিধিনিষেধ অমান্য করছি সেটা হয়ত খেয়াল করি না। হাতের কাছে এই সম্পর্কে যে হাদিস পেলাম সেটা তুলে ধরছি: Imam Ahmad and Tirmizi reported that Ibn Masoud narrated that the Prophet (Sallallahu Alaihi wa Sallam) said: “A Muslim is not a person who slanders, curses, speaks obscene words or is abusive.” In a long Hadith reported by Tirmizi, Ahmed, and Ibn Majah; Mu’adh narrated that "The Prophet (Sallallahu Alaihi wa Sallam) mentioned to him what brings him closer to Paradise and what makes him be farther from the Hellfire, and then he told him: “Shall I not inform you of what controls all that.” Mu’adh said: “Please tell me O! Prophet of Allah (Sallallahu Alaihi wa Sallam)”. So the Prophet (Sallallahu Alaihi wa Sallam) took his tongue (with his fingers) and told him: “Restraint this one.” Then Mu’adh said: “O! Prophet of Allah (Sallallahu Alaihi wa Sallam), are we held accountable for what we say.” The Prophet (Sallallahu Alaihi wa Sallam) said: “How are you asking this question?” People are not thrown into the Hellfire on their faces or noses except due to the result of their tongues.” এখানে কোথাও কিন্তু বলা নাই যে কেউ ইসলাম বিরোধী কিছু বললে এইটা আর খাটবে না।

বরং চিন্তা করে দেখেন, রাসুলের (সা) সময় ইসলামের উপর আঘাত কিন্তু কম আসত না। কিন্তু আমার জানামতে সাহাবীরা তো গিয়ে উল্টা গালাগালি করে আসতেন না। বরং ব্যাক্তিগত জীবনে ইসলামকে মেনে চলতেন। তাদেরকে দেখেই কিন্তু বাকিদের ইসলাম সম্পর্কে ধারণা পাল্টে যেত। এই ব্যাপারে সামনে আরো কিছু ভাবনা শেয়ার করার আশা রাখি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।