আমাদের কথা খুঁজে নিন

   

ঘাসফড়িং



অগ্নিঝরা রোদ আর চাতকের ক্বলজে ফাটা তিয়াশ মেটাতে ঈশাণকোণে জমে মেঘেদের আড্ডা, তারপর, লিলাবতীর কৃষ্ণকেশের মতো রাশি রাশি বরষার ধারা ছুটে আসে মাটির টানে প্রেমের উচ্ছ্বাসে। জলদ-গন্ধ প্রকৃতি, বারি-স্নানে শুদ্ধ বালিকার মতো হাসে শান্ত সজীব লাজুক আবেগে। তারপর, ঘাসফড়িঙের বাঁধন হারা মুক্ত পাখার তিরতির কাঁপন আমার উঠোনে, মাঠে, মনের গহীন অরণ্যে। রোদসী, তুমি আমার ঘাসফড়িং- আমার গোপন ভিসুভিয়াস প্লাবিত করে রৌরব তামিস্র সীলগালা করে চিরতরে আফ্রোদিতির কৃপা বয়ে এনেছো তুমি। আমার ক্লান্ত শ্রান্ত অশান্ত উত্তপ্ত পৃথিবীতে স্বস্তির মহাপ্লাবন; নূহের তরীর যাত্রী কী তুমি? পবিত্র, শুদ্ধ দেবী আমার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।