আমাদের কথা খুঁজে নিন

   

গনতন্ত্র + রাজতন্ত্র = পরিবারতন্ত্র

ড. আহাম্মেদ শরীফের থিসিস

শুরুতেই কয়েকটা প্রশ্ন | কিন্তু কার কাছে ? এই উত্তরটা আমার জানা নেই | তবে প্রশ্নগুলো শুনতে যতই কঠিনই হোক উত্তর গুলো কিন্তু পানির মত সোজা | ১. দেশের সরকারী দল যখন আওয়ামী লীগ তখন দেশের প্রধানমন্ত্রীর নাম কি ? ২. দেশের সরকারী দল যখন বি এন পি তখন দেশের প্রধানমন্ত্রীর নাম কি ? ৩. আল্লাহ না করুক ( যদিও এখন পর্যন্ত কেউ অমরত্বের সাধ পায়নি) যদি কোন দিন শেখ হাসিনা বা খালেদা জিয়া সাহেবা কে না পাওয়া যায় তখন কে প্রধানমন্ত্রী হবেন ? যদি কারো দলীয় কিংবা ধর্মীয় অনুভুতিতে আঘাত করি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন | পরিবারতন্ত্রের এ ধুম্রাজাল মানুষের পক্ষে যে ছেঁড়া সম্ভব নয় তা মহান সৃষ্টিকর্তাও অনুধাবন করেছিলেন তাই তো উনি সর্বকালে সেরা মানব আমাদের প্রিয় হযরত মোহাম্মদ(সাঃ)-এর পুত্র সন্তানদের উনার জীবনদ্দসায়ই পৃথিবী থেকে সরিয়ে নিয়েছিলেন | পরিবার তন্ত্রের এ জাল ছেঁড়া কি আমাদের পক্ষে সম্ভব ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।