২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
ইস্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি তে মুক্তিযোদ্ধার কোটার স্টুডেন্টদের কি পরিমাণ ওয়েভার দেওয়া হয় তা একটু জানা দরকার। আজ গেলাম তাদের অফিসে এবং জানতে চাইলাম কি পরিমাণ ওয়েভার দেওয়া হয়। বলা আছে সর্বোচ্চ ১০০ % দেওয়া হয়। কিন্তু এটা ভেন্গে বললেন না।
মানে কত জন পাবে আর কত শতাংশ হারে তা বলতে পারলেন না। তাই ভাবলাম যারা ইস্ট ওয়েষ্ট এ পড়ছেন তাদের মধ্যে কেউ জেনে থাকলে জানাবেন। কারো পরিচিত কেউ হলেও প্লিজ জানান। একটু সমস্যায় আছি। তা ছাড়া এটা জানার আর কোন উপায় দেখলাম না।
বলা আছে আর্থিক ভাবে কম সামর্থবান যারা তাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় কমিটি এটা বাছাই করে তা ঠিক করবেন। কিন্তু ভাল ধারনা পেলাম না। একটু বিস্তারিত জানা দরকার। আর মেরিট লিস্ট কিভাবে তৈরি হয় এবং প্রশ্ন কেমন হয় এটাও জানা দরকার।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।