আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেল কি নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানী



এয়ারটেল কি নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানী গ্রামীণ ফোন এদেশের মানুষের কষ্টার্জিত পয়সা যে কি পরিমাণ নিয়ে গেছে তার স্পষ্ট হিসাব দেশবাসীর সামনে নেই। আমাদের শুধু ধারণার উপরই চলতে হয়। যদিও ধারণার উপর চলা ঠিক না। তবে তারা প্রফিটের নামে বিপুল পরিমাণ অর্থ এদেশ থেকে হাতিয়ে নেয়। নিজের মুখের ভাষা উচ্চারণ করতেই সেকেন্ডে ৭ টাকার জরিমানা কত মানুষ যে জীবনে কত বার দিয়েছে তা ভুক্তভোগীরাই জানে।

তবে রেট এখন কমলেও তাদের প্রফিট তো আরো বেড়েছে। এদেশে গ্রামীণ ফোনের আসার সময়ই অনেকে একে নতুন ইস্ট ইন্ডিয় কোম্পানী হিসেবে আখ্যায়িত করেছিল। তারপরও তাদের শাসন আর আর্থিক শোষণের কাছে সাধারণ জনগণ ছিল জিম্মি। সম্প্রতি এই লাইনে নতুন করে যুক্ত হলো ইন্ডিয়ান কোম্পানী এয়ারটেল। ভারতীয় মোবাইল অপারেটর কোম্পানী এয়ারটেল এদেশে বাণিজ্যের আনুষ্ঠানিক সূচনা করলো ২১ ডিসেম্বর।

ওয়ারিদ কিনে নিয়ে তারা এদেশে এয়ারটেল নামে ঢুকেছে। ধারণা করা যায় প্রচুর অর্থ তারা ব্যবসার নামে এদশে থেকে নিয়ে যাবে। তারা অল্প রেটের অনেক সুযোগ সুবিধা দেয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে গ্রাহক সংখ্যা বাড়ানোর চেষ্টা চালাবে। যত গ্রাহক তত লাভ। তারা তাদের বিশ্বের ১৯ দেশে ২০ কোটি গ্রাহকের সংখ্যা বলছে।

তবে তুলনামূলক ভাবে খোদ নিজের দেশেই তারা আশানুরূপ বাণিজ্যিক সাফল্য পাচ্ছে না বলে শোনা যায়। এয়ারটেল সম্পর্কে পত্রিকায় প্রকাশিত সংবাদে দেখা যায় শুধু ব্যাবসায়িক উদ্দেশ্যই নয় ভারতের রাষ্ট্রীয় উদ্দেশ্যও এর সাথে জড়িত। তারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবেই এদেশে ব্যাবসার নামে প্রবেশ করেছে। সেভেন সিসটারসকেন্দ্রিক পরিকল্পনা তাদের আছে বলেই পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। শুধু আর্থিক সুবিধাই নয় রাষ্ট্রীয় স্বার্থ এর সাথে জড়িত।

তারা তাদের দেশে স্বার্থ্ দেখছে। তারা তাদের নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের ভিতর দিয়ে টেলিকমিউনিকেশন ও অপটিক ফাইবার সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে। গোপন আরো পরিকল্পনা কি আছে তা তারাই ভালো জানে। আমরা কি আমাদের স্বার্থের কথা বিবেচনায় এনেছি? আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি এর সাথে জাড়িত কিনা তা কি ভেবে দেখেছি। এয়ারটেল কি নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানী? তারা একই সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণের নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।