আমাদের কথা খুঁজে নিন

   

আমি পারব কী ?



কয়েকদিন আগে আমার চাচি মারা গেছেন। একেবারেই হঠাৎ। সকালে চাচার সাথে পাশের হাসপাতালে গেছেন ব্লাড প্রেশার মাপাতে । সেখানে অসুস্থ হয়ে পড়লে বারডেম তারপর পপুলারের আইসি ইউ । বাচানো গেল না।

ঐদিন রাতেই মারা যান তিনি। দুটো বাবু । পাঁচ আর সাত বছর বয়স। এখন সবার একটাই কথা বাবুদের কি হবে? চাচা বলেছেন তারাই বেছে নিবে তারা কার কাছে থাকবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সে আমি ।

বাবা ছাড়া একমাত্র আমার কাছেই ওরা সারা দিন থাকলেও কাঁদে না। আমার মেস যাত্রাবাড়ী আর কাকুর বাসা গোড়ান প্রজেক্ট। আমাকে বলেছে সবকিছু নিয়ে তার বাসায় চলে যেতে। অর্থাৎ কিছুটা হলেও মায়ের দায়িত্ব পালন করতে হবে। কারণ কাকুর ব্যবসা আর ফ্যাক্টরি।

এখন আমি সবসময় ভাবছি একটা ছেলে হয়ে এ দায়িত্ব আমি পালন করতে পারব তো??ফাইনাল হয়ে গেছে তাই কিছুটা অবসর। ওদের খাওয়ানো, গোসল ,পড়ানো,স্কুলে নিয়ে যাওয়া সর্বপোরি মায়ের অভাব না বুঝতে দেওয়া আমার দ্বারা কি সম্ভব? সবাই বলেছে তোমার মা মারা গেলে তোমার ছোট ভাইবোন দের দেখতে না? ওরা যেহেতু তোমার কাছে থাকতে চায় তুমি এটুকু কর। আপনি কি মনে করেন? একটা বিষয় বলে রাখি। কাকু অনেক বয়সে বিয়ে করেছেন। তাই তাকে নতুন করে বিয়ে দেবার বিষয়টা আমরা ভাবছি না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.