আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি পারব লেখক হতে?

এটা আমার প্রথম লেখা। যদিও মনে মনে আমি সবসময় লিখে চলি। এর আগে আমি কখনো কোন প্ল্যাটফর্ম এ লেখি নাই। তবে ছোটবেলা থেকেই আমি কল্পনা বিলাসী। সবসময়ই আমার মাথা ঘুরতে থাকে।

আমার মাথা নিয়ে নানান শয়তান খেলা করে। আমি বিশ্বাস করি সব লেখকেরই এইটা হয়। লেখার আগে অবশ্যই সেগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়। আজকের আগে পর্যন্ত আমার লেখা হইছে হাতে গোনা অল্প কয়টা ফেসবুক স্ট্যাটাস আর কমেন্টস। ছোটবেলায় ডায়রিতে দুই এক লাইন লিখতাম অবশ্য।

তবে তার সবগুলোই হারিএ গেছে। আর কাজের প্রয়োজনে দুই একটা অতি নিম্নমানের আর্টিকেল লিখেছি। ব্যাস, এইটুকুই। তবে আমি কিন্তু একজন নিয়মিত পাঠক। শরৎচন্দ্রের সবচাইতে বড় ভক্ত আমি।

নিয়মিতই আমি পড়ি। কখনো এই ব্লগ তো কখনো অন্নটা। কখনো ফেসবুক এর বিভিন্ন পেজ এর বিভিন্ন গল্প, কবিতা বা প্রবন্ধ। পড়ি আর অবাক হই কিভাবে নিজের চিন্তা থেকে এভাবে গল্প তৈরি হয়। কিভাবে নানান চরিত্র কল্পিত হয়।

কিভাবে নানান প্লট চিত্রায়িত হয় মনের গভীরে। তারপর আবার কিভাবে সেগুলো মালায় গাথা হয়। আর আমার সামনে আসে গল্প হয়ে। কোন কোন গল্পকে বাস্তব ঘটনাও মনে হয়। কবিতা পড়ি আর অবাক হই শব্দের পর শব্দ বসে কিভাবে ভিন্ন একটা সুর তৈরি হয়।

আবার কখনো মনে হয় আমিইতো বিদ্রোহী। নজরুল যা লিখেছে তার সবই তো আমি। আমার কথা। ও এগুলো শুনল কোথায়? রবি তো আমার কল্পনাকেই চুরি করেছে। সাথে আমার আবেগও।

আর বনলতা। সে তো আমার শত জনমের প্রেয়শী। অনেক নাটক দেখেছি, দেখি আর নিজেই সমালোচনা করি। যদিও এখন আর তেমন দেখা হয়না। লেখক হতে অনেক আবেগ দরকার হয়।

আমিও অনেক আবেগী। কিন্তু তা প্রকাশ করতে পারিনা কোন সময়ই। কিভাবে করবো। ওরা সবাই মিলে তো আমার সব আবেগ চুরি করেছে। আমার ভাবনা চুরি করে বিশ্বকবি।

আমি লেখা খুজে পাই না। গল্প পাই না। সব চরিত্র হারিয়ে গেছে, পালিয়ে গেছে। আমি শুধুই হাতড়ে বেড়াই। আমি অবশ্য গল্প বা কবিতা লিখতে পারবনা কোন সময়ই।

এটা আমি জানি। অনুভূতিহীন ভোতা আবেগ দিয়ে গল্প বা উপন্যাস হয় না। আমার মাথায় কখনই হাজার হাজার শব্দ ঘুরপাক খায় না। আমি ভাবতে শুরু করলেই আমার মতিভ্রম হয়। শব্দ শুন্য মাথায় ঘুরতে থাকে রাজনীতি, সমাজ আর নানান সামাজিক সমস্যা।

মনে হয় আবৃতি না করে বক্তৃতা দেয়াই সহজ। এই জন্যই আমি উদীয়মান বুদ্ধিজীবী। গত কয়েক মাস ধরে লেখালেখি শুরু করবো করবো করে আর করা হয় না। এইটা ভাবি, সেইটা ভাবি। কিন্তু লিখতে বসলে আর পারিনা।

সব ভুলে যাই। অনেক কষ্টে আজ এটুকু লিখে ফেললাম। পারলে একটু মতামত জানাবেন। আমি কি পারব লেখক হতে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.