আমাদের কথা খুঁজে নিন

   

বেস্ট আন্ডারওয়াটার ভিউ অফ ২০১০ প্রকাশিত - সুত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক

সামু কি ছিল, আর কি হয়ে গেল !

আন্ডারওয়াটার ফটোগ্রাফীর জন্য স্পেশাল একটা অ্যাওয়ার্ড আছে, নাম - ডীপ ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার ফটো কম্পিটিশন । তো সেটার চতুর্থ ভার্সনের ফটো কম্পিটীশন হয়ে গেল, অ্যাওয়ার্ডও দেয়া হয়ে গেল বিভিন্ন ক্যাটাগরী তে। তবে নামে ইন্দোনেশিয়া হলেও সারা বিশ্বের ছবি আন্ডারওয়াটার এতে আসতে পারে। শুধু অনুবাদ করার কৃতিত্ব আমার Deep Dive, Photograph by Magnus Lundgren ডাইভারস ক্যাটাগরীতে সেরা ছবির পুরস্কার পাওয়া এই ছবিটা নেয়া হয়েছিল আইসল্যান্ডের সিলফ্রাতে এক ট্রেঞ্চের কাছ থেকে। Egg Protector, Photograph by Stephen Holinski এটা কমপ্যাক্ট ক্যামেরার () ক্যাটাগরীতে পাওয়া সেরা ছবি, আর এতে দেখা যাচ্ছে এক ম্যানটিসকে তার ডিম পাহাড়া দিতে।

ছবিটি তোলা হয়েছে ফিপিপাইন্সে। এই ম্যানটিস প্রজাতীর একটা অদ্ভুত গুন আছে, সেটা হল এরা এত রকম রঙ দেখতে পারে যেটা মানুষ বা অন্যান্য অনেক প্রানী পারে না। এদের চোখে মৌলিক রঙ হল ১১-১২ টা, যেখানে মানুষের কাছে মাত্র ৩টা! Lone Lionfish, Photograph by Amir Stern ইজিপ্টের রেড সি থেকে নেয়া এই ছবি রীফস্কেপ ক্যাটাগরীতে ৩য় পুরস্কার পাওয়া। ছবির কেন্দ্রে আছে একটা লায়নফিস, আর চারপাশে অনেক গ্লাসফিস। Firstborn Seahorse, Photograph by Lazaro Ruda এটা ৩য় স্থান পেয়েছে অ্যানিম্যাল বিহেভিয়ার ক্যাটাগরীতে, অনেক অদ্ভুত রেয়ার একটা ছবি এটা।

ছবির বিষয় হল এক পুরুষ সিন্ধুঘটকের সন্তান প্রদান, এই মাত্র জন্ম নেয়া বাচ্চা সিন্ধুঘটককে তো দেখতেই পারছেন ছবিতে। পুরুষ সিন্ধুঘটরক তার পেটের মধ্যে প্রায় ২০০০ বাচ্চা জন্ম দিতে পারে, আনুমানিক সময় লাগে ১০ থেকে ২৫ দিন। Sand Trap, Photograph by Ramón Domínguez পরিবেশ এবং রক্ষা ক্যাটাগরীতে ৩য় পুরস্কার পেয়েছে এই ছবি, সমুদ্রের নীচে জালে আটকা এক কচ্ছপ। এমনিতে পৃথিবী থেকে কচ্ছপ দ্রুত বিলপ্ত হচ্ছে, তাও কচ্ছপ শিকার কমছে না। জানি না এই ফটোগ্রাফার ছবি তোলা শেষে এই কচ্ছপকে মুক্ত করেছিলেন কি না।

Blue-Eyed Eel, Photograph by Michael McEvoy ইন্দোনেশীয়ান অধিবাসী ক্যাটাগরীতে হনারেবল মেনশন পেয়েছে এই ছবি। বিষয় সিম্পল, নীল চোখ ঈল, হাহাহা যেটাকে চোখ মনে করছিলাম সেটা আসলে চোখ না! সাধারনত ৫ ফিট হয় এই প্রজাতীর ঈল। এই পর্যন্তই, ব্লগে ছোট ছোট ছবি কতখানি সুন্দর লাগবে পোস্ট না দেয়ার আগে বুঝতে পারছি না, ছবির উপর ক্লিক করলে একটু বড় ভার্সন আসার কথা। পোস্ট শেষের বিজ্ঞাপনঃ কস্ট করে একটু মিউজিক অ্যাওয়ার্ডে সাপোর্ট করে যান। সবাইকে নীল চোখ ঈল ভাজার শুভেচ্ছা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।