আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স মিন্ট ১০ ... জুলিয়া'র প্রেমে পৈড়া গেলাম। (এই পোস্ট লিনাক্সে বসে লেখা...)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

গতকালকে ঠিক এই সময়েই ইন্সটল করেছিলাম লিনাক্স মিন্ট ১০।

নতুন উইন্ডোটা আসতেই কেমন কেমন যেনো লাগলো। বহুদিনের এক্সপি'র চেয়ে অন্যরকম একটা লুক পেলাম। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। সব সফটওয়্যার এর লেটেস্ট ভার্সন চলে এসেছে এমনিতেই! ওপেনসোর্স সফটওয়্যারের একটা বিরাট মেলা! এক্সপি আমাদের বাধ্য করে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে। লিনাক্সে এসে কথাটা হারে হারে টের পেলাম।

প্রথমবারের ব্যবহারে একটু কঠিন লেগেছে। তবে যখনই একটা কিছু শিখেছি, আবিষ্কার করলাম যে এক্সপিতে এই কাজ করতে অনেক বেশি ঘোরাঘুরি করতে হতো! লিনাক্সে "টার্মিনাল" অন করে কিবোর্ডের কয়েকটি বাটন চেপে খুব সহজেই কাজগুলো হয়ে গেল। লিনাক্সে যেকোন ব্যবহারকারী যদি এসে ব্যবহার না করতে পেরে ফিরে যায় তবে শুধুমাত্র টার্মিনালের জন্যে। সে পুরো লিনাক্স খুজে বেড়াবে টার্মিনালের জন্যে। কিন্তু একটা জায়গা দেখবে না।

সেটা হলো মেন্যু। যেটা এক্সপির স্টার্টমেনুর স্থানে অবস্থিত। আমি টার্মিনাল খুজে না পাওয়ায় লিনাক্সে ইন্টারনেট সংযোগ দিতে পেরেছি ইন্সটল করার ৮ঘন্টা পর। আসলে হয়েছে কি, এক্সপি আমাদেরকে প্রত্যেকটা কাজ এতো কঠিনভাবে শিখিয়েছে যে সহজভাবে কাজটা করা যায় তা আমরা ভাবতেই পারিনা। এখনো নিজেকেই গালি দিতে ইচ্ছা করছে।

কেন যে আরো আগে লিনাক্সে আসলাম না! এতো সুন্দর ইন্টারফেস্ওয়ালা একটা অপারেটিং সিস্টেম থাকতে সেই ২০০২ সালের এক্সপি নিয়ে বসে ছিলাম এতোদিন। প্রচুর স্টেবল একটা ওএস ... নতুন ইউজার বলে কথা। সমস্যায় পড়তেই হচ্ছে। আশার কথা হলো সকল সমস্যাতেই লিনাক্স ব্যবহাকারীদের পাশে পাচ্ছি। লিনাক্স ব্যবহাকারীরা এই পোস্টে একটু সাহায্য করবেন।

নানান সমস্যা নিয়ে আলাদাভাবে পোস্ট করছিনা। এই এক পোস্টেই মন্তব্যে সব সমস্যার কথা লিখবো। সবাই ভাল থাকবেন -হ্যাপি ব্লগিং

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.