আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স নেভিগেশন

লিনাক্স, উইনডোস, কবিতা

নেভিগেশন কি? নেভিগেশন এর ভাল বাংলা হচ্ছে একস্থান হতে অন্য স্থানে যাওয়া। লিনাক্স নেভিগেশনে আমরা শিখব কি করে লিনাক্সে এক ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে যাওয়া যায়, ফিরে আসা যায় ও বিভিন্ন ডিরিক্টরির অধীনে থাকা ফাইলসূহের তালিকা কি করে তৈরী করা যায়। এজন্য আমরা আজকে বেসিক তিনটি কমান্ড শিখব। কমান্ডগুলো হচ্ছে pwd, cd, ls. তো আজকের লেশন শুরু করার আগে কমান্ড সম্পর্কে একটু জেনে নেয়া উচিত। এক একটি কমান্ড হচ্ছে এক একটি প্রোগ্রাম।

প্রতিটি কমান্ড একটি নিদিষ্ট কাজ করে। প্রায় প্রতিটি কমান্ডের সাথে থাকে এক বা একাধিক সুইচ বা অপসন। এই সুইচ বা অপসন কমান্ডকে বলে দেয় তার কাজটি ঠিক কিভাবে করতে হবে বা ব্যাবহারকারীর কাছে কিভাবে উপস্থাপন করতে হবে। এখন এতটুকু জানলেই হবে। তো চলুন শুরু করা যাক লিনাক্স নেভিগেশন।

pwd (present working directory = pwd) Syntax: pwd লিনাক্সে যখন আপনি কমান্ড নিয়ে কাজ করবেন তখন তা করতে হবে ভারচুয়াল টারমিনাল বা টারমিনাল ইমুলেটরে। তখন কমান্ড লাইন ইন্টারফেস চাইলেই আপনাকে কোন গ্রাফিকাল ছবির মাধ্যমে ডিরেক্টরির স্ট্রাকচার দেখাতে পারবে না। সে লিখে দেখাবে। ধরে নিন, রুট হচ্ছে সবচেয়ে উপরের ডিরেক্টরি। আপনি যখন যে ডিরেক্টরিতে থাকবেন সেটি হচ্ছে আপনার কার্যকর ডিরেক্টরি বা ওর্য়াকিং ডিরেক্টরি।

আপনি একবারে শুধু মাত্র একটি ওর্য়াকিং ডিরেক্টরিতেই থাকতে পারবেন। pwd হচ্ছে সেই কমান্ড যা দ্বারা আপনি আপনার ওর্য়াকিং ডিরেক্টরি দেখতে পারবেন বা আপনার নিজের অবস্থান দেখতে পারবেন। টারমিনাল ওপেন করলেই আপনি আপনার হোম ডিরেক্টরিতে থাকবেন। সেক্ষেত্রে আপনি যদি pwd কমান্ডটি টাইপ করে এন্টার দেন তবে রুট থেকে আপনার ওর্য়াকিং ডিরেক্টরি পর্যন্ত path (পাথ্) দেখতে পাবেন। কমান্ড লাইনটি দেখতে হবে এরকম: user_name@computer_name   user_name ~ $ pwd /home/user_name এখানে user_name এর জাযগায় আপনার বা ব্যাহারকারীর নাম এবং computer_name এর জায়গায় আপনার কম্পিউটারের নাম হবে।

ব্যাস, আপনি লিনাক্সের একটি কমান্ডের ব্যাবহার শিখে গেলেন। এখন আপনি অন্য ডিরেক্টরিতে যেতে চাচ্ছেন। কি করে যাবেন? আগামী পোষ্টে আমরা শিখব দ্বিতীয় কমান্ড। চলবে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.