এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
আজকে ইন্সটল করলাম লিনাক্স মিন্ট ১০।
শুধু ইন্সটল করছি বললে ভূল হবে। বলতে হবে ইন্সটল করতে গিয়ে রীতিমতো যুদ্ধ করছি। অবশেষে ইন্সটল সম্পন্ন হয়েছে এবং লিনাক্সের চেহারা দেইখা আমার সকল কষ্ট চলিয়া গিয়াছে। এখন যে সমস্যায় পড়েছি সেটার সমাধান গত দুই ঘন্টা ধরে খোচাখুচিতেও হলোনা।
আমার ব্রডব্যান্ড ইন্টারনেট লিনাক্সে কাজ করছে না।
এই ইন্টারনেট কাজ না করায় কিছু করতেও পারছি না। কোন ফাইল চালাতে গেলে কোডেক ফাইল নামাতে চাচ্ছে কিন্তু ইন্টারনেট না থাকায় সেটা সম্ভব হচ্ছেনা। অনেককিছু দিয়েই ট্রাই করে দেখলাম কিন্তু কিছুতেই কাজ হলোনা। "My Network Connector" দিয়ে খোচাখুচি করেছি। ঠিকমতো করতে পেরেছি নাকি জানিনা।
তবে কোন উপকার পাইনি।
ব্রডব্যান্ড কানেকশন কিভাবে দেব জানালে উপকৃত হতাম। ইন্টারনেট ছাড়া লিনাক্সে কিছুই করতে পারছিনা ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।