আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স ব্যবহারকারীদের জন্য সুখবর-- অভ্র ফোনেটিকের লিনাক্স ভার্সন বের হয়েছে

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

আমি একটু আগে খবরটা জানলাম। তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।

যার জন্য এতদিন অপেক্ষা অবশেষে এখন তা আপনার হাতের নাগালে। যারা অভ্র ব্যবহার করে বাংলা লিখেন উইন্ডোজ এ তাদের বাংলা লিখা খুব সমস্যা হয়ে দারায় যখন উবুন্টু বা অন্য লিনাক্স এ বাংলা লিখার টুলস সল্পতার জন্য। তাদের জন্য নিচের সখবর ............................. ================================== অভ্র ফোনেটিকে লিখে অভ্যস্থ যারা উবুন্টতে বাংলা লেকা নিয়ে বিরাট সমস্যা আছেন তাদের জন্য দারুণ সুসংবাদ! মাত্র কিছুক্ষণ আগে অভ্র ফোনেটিক লিনাক্সের জন্য প্রকাশিত হয়েছে। এটি Scim এর সাথে কাজ করবে এবং আপাতত এটি শুধুমাত্র ডেবিয়ান বেসড ডিস্টোগুলোর জন্য পাওয়া যাবে। পর্যায়ক্রমে এর সোর্সকোড পাওয়া যাবে যা থেকে অন্য ডিস্ট্রোগুলোতেও ব্যবহার করা যাবে।

প্রাথমিকভাবে এটি উবুন্টু ৯.০৪ ডেক্সটপ এডিশন এবং লিনাক্স মিন্ট ৭ -এ পরীক্ষা করে দেখা হয়েছে। এটি ডাউনলোড করার জন্য লিংক এবং কিভাবে ইন্সটল করতে হবে তা জানতে দেখুন এইখানে: Click This Link এই মুহুর্তে অভ্র ফোনেটিকের লিনাক্স ভার্সনটি বেটা পর্যায়ে আছে। সমস্যার কথাগুলো জানিয়ে পোস্ট করে ডেভলপারদের সাহায্য করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে উবুন্টুতে বাংলা মুবারক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.