আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স

আমি বাংলাদেশের বাঙ্গাল ।

লিনাক্স আমার ফেবারিট অপারেটিং সিস্টেম। খুব নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হবে, আমার ফেবারিট অপারেটিং সিস্টেম হইল "উবুন্টু"। পিসিতে "পাইরেটেড" এক্সপি আর খাঁটি উবুন্টু ডুয়াল বুট । গত বছরের আগস্ট মাস থেকে আমি উবুন্টুতে আছি ।

তখন আছিল জান্টি (উবুন্টু ৯.০৪), এখন কারমিক ( উবুন্টু ৯.১০ )। উবুন্টুতে সবচেয়ে ভাল লাগসিল যখন আমার নোকিয়া ৩২৩০ টা ইউ এস বি দিয়া লাগানোর সাথে সাথে মডেম হিসাবে ডিটেক্ট হয়া গেসিল আর সার্ভিস প্রোভাইডার ( জিপি, একটেল, বাংলালিংক) গুলার লিস্ট চলে আসছিল ! বাংলা টাইপের জন্য আগে সমস্যা ছিল কিন্তু এখন অভ্র ফোনেটিক দিয়া বাংলা টাইপ অনেক সহজ হয়া গেসে ! আর জিনোম ডেক্সটপের এক্টা দারুন ব্যাপার দেখে আমি মুগ্ধ হয়া গেসিলাম, অই যে যেকোন অডিও ফাইল এর উপর কার্সর রাখলে তা বাজতে থাকে ওই ব্যাপার টা । আর ভাল লাগে উবুন্টুর লুক। উবুন্টুর লুক নিঃসন্দেহে এক্সপি এর চেয়ে অনেক গুন ভাল। উবুন্টুর একটা থিম আছে যেটা সব উইন্ডোকে ইলাস্টিক পর্দার মত করে ফেলে! তার মানে ওই উইন্ডো গুলা মাউস দিয়া ধরে নাড়ালে রাবারের পর্দার মতন লাফায় ! এই দুর্দান্ত থিম টার নাম " nuvola " ।

এই থিম দেখে আমি আরো নতুন কিছু থিম নিলাম পুরা ফ্রিতে । আমি যেহেতু গ্রামীণ এর p6 দিয়া ইন্টারনেট এ আসি তাই আমি চেষ্টা করি আমার অন্য বন্ধু যারা উবুন্টু ইউজ করে, এবং যাদের ব্রডব্যন্ড ইন্টারনেট তাদের /var/cache/apt/archives থেকে .deb গুলা কপি করে নিয়া আসি!! আর লোকাল রিপো এড করে ইন্সটল করি !! হা হা হা! কারন ধরেন আমি kubuntu-desktop ইন্সটল করব যার সাইজ প্রায় ১৮০ মেগাবাইট এর মত কিন্তু আমি p6 দিয়া নিই ১গিগাবাইট তাই আমি এই ১ গিগা কিপ্টাগিরি কইরা ইউজ করি হে হে হে... এই এত ফাউল প্যচাল কেন যে লিখলাম আমি নিজেও বুজতে পারতেসিনা। ঠিক আছে আজকা এই এট্টুক এ শেষ কইরা দেই। সব শেষে বলি " লিনাক্স এর জয় হোক " hail linux !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.