আমাদের কথা খুঁজে নিন

   

খুলছে ১৮ দেশের মার্কিন দূতাবাস

জঙ্গি হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ রাখা ১৯টি দেশের মার্কিন দূতাবাসের মধ্যে ১৮টি রোববার চালু হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত দূতাবাস ‘সাম্প্রতিক উদ্বেগের’ জন্য এখনই খুলছে না বলে জানানো হয়েছে এক বিবৃতিতে। ভিন্ন এক হুমকির ফলে বন্ধ পাকিস্তানের লাহোরে অবস্থিত দূতাবাসও আরো কিছুদিন বন্ধ থাকবে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী জেন সাকি এ ব্যাপারে বলেন, ‘আমরা সানা ও লাহোরে দেওয়া হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যাবো, এবং এ সম্পর্কিত তথ্যের ভিত্তিতে এসব কূটনৈতিক মিশন পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।