বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইলাতুল কদর, ঈদুল ফিতর ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ৪ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
রোববার থেকে পূর্বের নিয়মে ক্লাস পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম চলবে।
ছুটি শেষ হওয়ায় ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। তবে হলের ক্যান্টিনগুলো না খোলায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
শিক্ষার্থীদের খাবারের সমস্যার ব্যাপারে তিনি বলেন, “অনেক দিন পর বিশ্ববিদ্যালয় খুলছে তাই হয়তো একটু সমস্যা হচ্ছে। আশা করছি দুই একদিনের মধ্যেই এ সমস্যা মিটে যাবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।