এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলছে আজ রবিবার। সকাল ৯টার পর থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ৩ মার্চ সোমবার বিকেলে এক জরুরি সিন্ডিকেট বৈঠকে ৯ মার্চ আবাসিক হলগুলো ও ১০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি সকল প্রকার বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে হামলা চালায়। এতে ৪০ জন গুলিবিদ্ধসহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ওইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক জরুরি সিন্ডিকেট বৈঠকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। পরদিন সকাল ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।