আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি সৈরাম পোষ্ট 'চাইনিজদের চুল কাটা' হাহাপগেলে আমার দুষ নাই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

গ্রামের নাম 'লিয়াং কাই'। উত্তর ডংজাই এর একটি প্রাচিন গ্রাম। চিনের এই গ্রামে শিক্ষা দিক্ষার তেমন প্রসার ঘটেনি। লাগেনি আধুনিকতার ছোয়া।

সরকারি ভাবে চিকিৎসার কিছুটা উন্নতি ঘটলেও সবকিছু ত আর সরকার করে দিতে পারে না, তাই তাদের জীবন জাপনের ধাচ রেয়ে গেছে সেই পুরোনো দিনের মতই, ঠিক যেন কলকাতার পাতার বিড়ি। তাদের বিভিন্ন কাজকর্মের মদ্ধ্যে অন্যতম মজার বিষয় হচ্ছে তাদের চুল কাটার ধরন। তাহলে আসুন দেখে নেয়া যাক তারা কিভাবে চুল কেটে থাকে। ১) প্রথমে যথা সম্ভব গড়ম পানিতে মাথা ভাল করে ভিজিয়ে নেয়া হয়। ২) তারপর ধারালো একটি দাও দিয়ে আস্তে আস্তে কাজ সারা হয়।

৩) এবার ছবিই বলে দেবে কি ভাবে কি করা হয়। আপনি শুধু দেখতে থাকুন। বলা হয়ে থাকে, আর এই জন্যই চাইনিজরা চুল লম্বা রাখত। কারন এত কষ্ট করে কেহ চুল কাটাতে চেত না, সেটা আজও চাইনিজদের অভ্যাসে রয়ে গেছে তাই আজও তারা চুল লম্বা রাখে। বি.দ্র. বলাহয়ে থাকে কথাটা আমারই বলা।

আর কেহ বলে কি না আমার জানা নাই

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।