আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের আগে হরতালের কু-বুদ্ধি মওদুদের: কামরুল

কালের স্রোত

আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমার ধারণা ঈদের আগে হরতাল দেয়ার কু-বুদ্ধি ব্যারিস্টার মওদুদ সাহেবের। ওই হরতাল দিয়ে বিরোধী দল শুধু জনদুর্ভোগই বাড়িয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শিশু একাডেমীতে ঢাকাবাসী আয়োজিত এলিট মেহেদী ঈদ র‌্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার বাড়ি ইস্যুতে তিনি বলেন, আইনের সঠিক প্রয়োগ করেই তাকে বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে। ঈদের আগে হরতাল ডেকে তারা জনগণের দুর্ভোগ বাড়িয়েছে।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, বেগম জিয়ার বাড়ি, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি, জেল হত্যা মামলার শুনানি পরিপ্রেক্ষিতে একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। প্রধান বিচারপতির বাসভবনে ককটেল বিস্ফোরণ তাদেরই কাজ হতে পারে বলে তিনি দাবি করেন। নগরীর ঐহিত্যবাহী স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ চাই- শ্লোগানে অনুষ্ঠিত এ র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সভাপতি শুকুর সালেক প্রমুখ। বাংলাদেশ শিশু একাডেমীতে শুরু হওয়া এ র‌্যালি জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার শিশু একাডেমীতে এসে শেষ হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.