মানুষ যাহা চায় তাহা পাওয়ার সুযোগ আসবেই যদি সে মন থেকে চায়
মোট সময় লেগেছে ২৩ ঘন্টা, তবে নিরাপদে বাড়িতে পৌছেছিলাম ।
কিভাবে ২৩ ঘন্টা লাগলো তার একটা সংক্ষিপ্ত বর্ননা দিচ্ছি ।
আমি থাকি রাজাবাজার এরিয়া তে । যখন সন্ধ্যা ৭ টায় রওনা দেই । তারিখটা ছিল ১৫ নভেম্বর ২০১০ ।
* বাস - হানিফ এন্টারপ্রাইজ , বাস ছাড়ার কথা রাত ১১ টায়
* যখন আমি গাবতলিতে তখন ঘড়ির কাটায় ১০.৩০
* রাত ১২.০০ টায় গাড়ি স্টারড করে কিন্তু যাত্রি কই? অরধেক সিট তখনও ফাকা । তাই আবারও অপেক্ষা। রাত ১ টা বাজে কিন্তু আরও ৫যন যাত্রির কোন খবর নাই । রাত যখন ১.৪৫ বাকি ৫জন (উত্তর বঙ্গের নিতান্তই সহজ সরল) যাত্রী মহদয় আমদের মাঝে উপস্থিত হলেন এবং আমাদের বাস গন্তব্যে যাত্রা সুরু করে ।
* ফজরের আযান শুনতে পাচ্ছিলাম, বাহিরে উকি দিয়ে আমাদের অবস্থান বুঝার চেস্টা করলাম, আমাদের বাস তখন বাইপাল এ দাড়িয়ে আছে ।
টাঙ্গাইল বাইপাস পার হওয়ার আগেই ঘড়ির কাটায় তখন সকাল ১০টা ।
* যমুনা সেতুর উপর আমদের বাস যান জট এর কবলে পড়ে, যেখানে বাস দাড়ানোর কোন নিয়ম নাই সেখানেই আমাদের বাস প্রায় ২০ মিনিট দাড়িয়ে ছিল ।
*১২.৩০মিনিটে আমরা ফুড ভিলেজ এ পৌছাই।
* যখন আমি রংপুর এ তখন ঘড়ির কাটা ৩টা ছুই ছুই ।
* ৪টা ১৫ মিনিটে আমি পার্বতীপুর পৌছাই ।
* যখন আমি আমার বাড়ির আঙ্গিনায় পা রাখি তখন ঘড়ির কাটায় ঠিক সন্ধ্যা ৬ টা
এবং আমি নিরাপদেই বাড়িতে ফিরি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।