আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের ছুটিতে বাড়ি ফেরার সংক্ষিপ্ত বর্ননা

মানুষ যাহা চায় তাহা পাওয়ার সুযোগ আসবেই যদি সে মন থেকে চায়

মোট সময় লেগেছে ২৩ ঘন্টা, তবে নিরাপদে বাড়িতে পৌছেছিলাম । কিভাবে ২৩ ঘন্টা লাগলো তার একটা সংক্ষিপ্ত বর্ননা দিচ্ছি । আমি থাকি রাজাবাজার এরিয়া তে । যখন সন্ধ্যা ৭ টায় রওনা দেই । তারিখটা ছিল ১৫ নভেম্বর ২০১০ ।

* বাস - হানিফ এন্টারপ্রাইজ , বাস ছাড়ার কথা রাত ১১ টায় * যখন আমি গাবতলিতে তখন ঘড়ির কাটায় ১০.৩০ * রাত ১২.০০ টায় গাড়ি স্টারড করে কিন্তু যাত্রি কই? অরধেক সিট তখনও ফাকা । তাই আবারও অপেক্ষা। রাত ১ টা বাজে কিন্তু আরও ৫যন যাত্রির কোন খবর নাই । রাত যখন ১.৪৫ বাকি ৫জন (উত্তর বঙ্গের নিতান্তই সহজ সরল) যাত্রী মহদয় আমদের মাঝে উপস্থিত হলেন এবং আমাদের বাস গন্তব্যে যাত্রা সুরু করে । * ফজরের আযান শুনতে পাচ্ছিলাম, বাহিরে উকি দিয়ে আমাদের অবস্থান বুঝার চেস্টা করলাম, আমাদের বাস তখন বাইপাল এ দাড়িয়ে আছে ।

টাঙ্গাইল বাইপাস পার হওয়ার আগেই ঘড়ির কাটায় তখন সকাল ১০টা । * যমুনা সেতুর উপর আমদের বাস যান জট এর কবলে পড়ে, যেখানে বাস দাড়ানোর কোন নিয়ম নাই সেখানেই আমাদের বাস প্রায় ২০ মিনিট দাড়িয়ে ছিল । *১২.৩০মিনিটে আমরা ফুড ভিলেজ এ পৌছাই। * যখন আমি রংপুর এ তখন ঘড়ির কাটা ৩টা ছুই ছুই । * ৪টা ১৫ মিনিটে আমি পার্বতীপুর পৌছাই ।

* যখন আমি আমার বাড়ির আঙ্গিনায় পা রাখি তখন ঘড়ির কাটায় ঠিক সন্ধ্যা ৬ টা এবং আমি নিরাপদেই বাড়িতে ফিরি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.