যে কোন মেইল অ্যাকাউন্টে ইনবক্সের দুইটা পার্ট দেখতাসি সেই ২০০০ সাল থেকে, কারণ তখন থেকেই ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছিলাম। একটা হৈলো ইনবক্স, অন্যটা হৈলো স্পাম। প্রথম দিকে যত মেইলই আসতো সব আগাগোড়া পড়ে দেখতাম, কারন কাজের মেইল আসতো না একটাও। যে সাইবার ক্যাফেতে গিয়া ব্রাউজ করতাম, সেখাতে সুব্রত নামে একটা ছেলে কাজ করতো, চা-কফি আনা, দোকান খোলা, বন্ধ করা ইত্যাদি ইত্যাদি তার কাজ। বেশীর ভাগ মেইল আসতো তার কাছ থেকে? তাতেও খুব একটা কাজের কথা থাকতো না .. ki bhai busy naki? ki koren? chating, dating? এই টাইপের কথা বার্তা সব।
এখন বেশ মেইল আসে। দিনে যদি তিনবার মেইল চেক করি, তিনবারই মেইল পাওয়া যায়। সেই সাথে আছে প্রচুর স্পাম মেইল। কখনো স্পাম মেইল চেক করি না, তবে মাঝে মাঝে স্পাম ইনবক্সও চেক করা লাগে, যেমন সামুর মডুরা যখন মেইল করে।
এই স্পাম ইনবক্সে কি ধরনের মেইল আসে? আমার মাথা গরম হয়া যায় ...
দুই একটা নমুনা দেখেন ...
PenisLong, used & recommended by Sex industry professionals, Buy this effective herbal Enl
হারামজাদা কি মনে করছে? আমার স্পার্ম নাই??? আমারে এই মেইল ক্যান পাঠায়?
আরেকটা দ্যাখেন ..
100% herbal, 100% Natural, 100% Safe, The proven NaturalPenisEnhancement that works! 9p - কি আর কমু?
100% herbal, 100% Natural, 100% Safe, The proven NaturalPenisEnhancement that works! 9p
শিপে কৈরা আমারে ভায়াগ্রা পাঠায়া দিবো ...
i am an italian girl looking for a black or latino (no mex) man
আমার জন্ম লোডশেডিং এর সময় হয় নাই, ফকফকা লাইটের আলো ছিল.. এই ছেমড়ি আমারে কি মনে কর্ছে?
Hi! I am russian and I am looking for a foreign man.
I have posted some pics without any clothe on. Let me know what you think of it.
এতো এতো মাইয়া থাকতে আমি এই ভেতো বাঙ্গালীর দিকে হ্যায় নজর দিছে ক্যান?
can't sleep...need to work off some energy (NOT SPAM)
ঠাকুর ঘরে কে? আমি ক্যালা কাই না ..
আর কমু না.. তবে সব মেইল ই এই টাইপ।
আমি বুঝি না, এত এত মানুষ থাকতে আমার কাছে এই মেইল পাঠায় ক্যান? হাজারী কাকু টাইপের কেউ নাই ??
:: একটা স্পাম, আপনাদের জন্য ::
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।