আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়াকে নিয়ে নাটক

সবার ভালো চাই, চাই নারীদের অধিকার, জীবনের পথ বেছে নেবার

ইন্টারনেটে দেখলাম খালেদা জিয়ার বাসাতে বেশ কিছু পত্রিকা পাওয়া গেছে, যেগুলো সভ্য সমাজে "এডাল্ট" বলে পরিচিত। এবং এই খবরটা মিডিয়াতেও এসেছে। নিরেপক্ষ ভাবে বললে বলতে চাই, আসলে কি কাজটা ঠিক হয়েছে? তর্কের খাতিরে ধরে নিলাম, ঘটনাটি সত্য। কিন্তু কে বেডরুমে কি করবে সেটা কি তার নিজস্ব ব্যাপার নয়? দেশের একজন প্রাক্তণ প্রধাণমন্ত্রী হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে এই প্রাইভেসীটুকু উনার প্রাপ্য ছিল। যারা এই ঘটনায় আজ বগল বাজিয়ে হাসছেন তারা কি একবার ভেবেছেন, উনাকে ছোট করতে গিয়ে আমরা নিজেরাই কতটা নীচে নেমে গেলাম? দেশের মানুষকে হয়ত ভবিষ্যতে আরো অনেক এর চেয়ে কদর্য ঘটনা মিডিয়াতে দেখতে হবে, যার অনেকগুলাই হয়ত সাজানো। হয়ত যারা এখন বগল বাজিয়ে হাসছেন, তখন তারাই হবেন ভিকটিম। হোক সাজানো কিংবা সত্য, এই রকম ব্যক্তিগত খবর আমরা মিডিয়াতে দেখতে চাইনা। দেশের অনেক বড় বড় সমস্যা এখনো সমাধান বাকি। আশা করি সেগুলোই মিডিয়াতে আসবে দলীয় পদলেহন বাদ দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.